মুম্বই: কঙ্গনা রানাউত বনাম মহারাষ্ট্র প্রশাসন লড়াই অব্যাহত। কঙ্গনা ও তাঁর বোন রঙ্গোলি চান্দেলকে ২৩ ও ২৪ নভেম্বর হাজির হওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল বান্দ্রা থানা। রবিবার রাত পর্যন্ত সেই নোটিশের কোনও জবাবই দেননি অভিনেত্রী ও তাঁর বোন!
তার পরিপ্রেক্ষিতে বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে অভিনেত্রী ও তাঁর বোনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল।
সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন ফ্যাশন, কুইন, মণিকর্নিকার মতো হিট সিনেমার অভিনেত্রী কঙ্গনা ও তাঁর বোন। তাঁদের নামে মামলা দায়ের হয়। সেই মামলার তদন্তেই থানায় হাজির হওয়ার জন্য বান্দ্রা পুলিশ দুই বোনকে আগেও দুবার নোটিশ পাঠিয়েছিল। যদিও এড়িয়ে গিয়েছিলেন দু’জনই। কঙ্গনা জানিয়েছিলেন, ভাইয়ের বিয়ের জন্য তিনি ব্যস্ত আর ১৫ নভেম্বরের পর মুম্বই যাবেন। এরপর ২৩ ও ২৪ নভেম্বর থানায় হাজিরা দেওয়ার জন্য ফের সমন পাঠানো হয় দু’জনকে। তার কোনও জবাব দেননি কঙ্গনা বা রঙ্গোলি।
Kangana Ranaut: পুলিশের সমন সত্ত্বেও থানায় হাজিরা দেওয়া নিয়ে নীরব কঙ্গনা, এফআইআর দায়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Nov 2020 07:26 PM (IST)
সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন ফ্যাশন, কুইন, মণিকর্নিকার মতো হিট সিনেমার অভিনেত্রী কঙ্গনা ও তাঁর বোন। তাঁদের নামে মামলা দায়ের হয়। সেই মামলার তদন্তেই থানায় হাজির হওয়ার জন্য বান্দ্রা পুলিশ দুই বোনকে আগেও দুবার নোটিশ পাঠিয়েছিল।
মেহন্দির জন্য তৈরি কঙ্গনা।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -