কলকাতা:  'জওয়ান' (Jawan) জ্বরে কাবু গোটা বিশ্ব। বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত ও অ্যাটলি (Atlee) পরিচালিত এই ছবি। ট্রেড অ্যানালিস্টদের (Trade Analyst) মতে এই ছবি বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। আর এবার অপ্রত্য়াশিত ভাবে এই ছবির ও কিং খানের ভূয়সী প্রশংসা করলেন কঙ্গনা রানাউত।


নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে বলিউড বাদশা প্রশংসা করে একটি বড়সড় নোট লেখেন কঙ্গনা। তিনি লেখেন, 'শাহরুখ খানের সংগ্রাম সমস্ত শিল্পীদের জন্য় একটা মাস্টারক্লাস। তিনি হলেন সিনেমার ঈশ্বর। আপনার  অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং নম্রতার মাথা নত করতেই হয়।'




এর পাশাপাশি জওয়ানের পুরো টিমকেও অভিনন্দন জানিয়েছেন কঙ্গনা রানাউত।


আরও পড়ুন...


প্রথমদিনেই ৭৫ কোটি আয় 'জওয়ান'-এর? কী বলছে বক্সঅফিস?


প্রসঙ্গত,কিছুদিন আগেই পরিচালক কর্ণ জোহর ও শাহরুখ খানকে একযোগে মুভি মাফিয়া বলে দাগিয়েছিলেন কঙ্গনা রানাউত। প্রিয়ঙ্কা চোপড়ার হলিডউ পাড়ি দেওয়ার প্রসঙ্গে টেনে তিনি বলেছিলেন, 'কর্ণ এবং শাহরুখ বন্ধুত্বের কথা সবসমই তুলে ধরা হয়, কিন্তু এঁদের সঙ্গে মিলে মুভি মাফিয়ারা দুর্বল বহিরাগতদের কোণঠাসা করে দেয়, এবং প্রিয়ঙ্কাকে ক্রমাগত হয়রানি করা হচ্ছিল। আর এই কারণেই ভারত ছাড়তে বাধ্য় হন তিনি।'


উল্লেখ্য়, বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, প্রথম দিনে এই ছবি মোট ৭৫ কোটি টাকা আয়ের গণ্ডি পেরিয়ে গিয়েছে। চার দিন ব্যাপী লম্বা 'উইকএন্ড'-এ এই ছবির টিকিট বিক্রি হয়েছে ইতিমধ্যেই প্রায় ৭০ কোটি টাকার। এই পরিমাণ আয় একইসঙ্গে ব্যতিক্রমী ও অবিশ্বাস্যও বটে। 'জওয়ান' শুধু প্রথম দিনের নিরিখে বিশ্বব্যাপী বলিউড ফিল্মের ক্ষেত্রে সর্বোচ্চ আয় করছে তাইই নয়, এটি বলিউড ফিল্মের দুনিয়ায় সবচেয়ে বড় চার দিনের সপ্তাহান্তের আয় আনতেও প্রস্তুত এই ছবি।


চলতি বছরে মুক্তি পাওয়া শাহরুখ খানের প্রথম ছবি 'পাঠান' গড়েছিল একাধিক রেকর্ড। তবে পরিসংখ্যান বলছে সেই সবকিছু ছাপিয়ে যাবে 'জওয়ান'। অর্থাৎ নিজের রেকর্ড নিজেই ভাঙবেন কিং। 'পাঠান' মুক্তির আগে প্রথম দিনের ক্ষেত্রে ওই ছবি ১০.৩৮ লক্ষ টিকিট বিক্রি করেছিল, যার মোট মূল্য ৩২ কোটি। 'জওয়ান' সেই সংখ্যা পিছনে ফেলে প্রায় ১২.৩০ লক্ষ টিকিট বিক্রি করেছে প্রথম দিনে, যার মোট মূল্য ৩২.৫০ কোটি টাকা। হিন্দি বলয়ে সর্বোচ্চ আয়। 'পাঠান' ছবি প্রথম দিনে ৫৪.৩ কোটি টাকা আয় করে। 'জওয়ান'-এর প্রথম দিনের আয় কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial