SBI PO Recruitment 2023: এসবিআই (SBI) পিও রিক্রুটমেন্ট ২০২৩ (SBI PO Recruitment 2023) নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। প্রবিশনারি অফিসার পদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা। এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) জানিয়েছে, ২০০০ পদে নিয়োগ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষা হবে চলতি বছর নভেম্বর মাসে। 


আবেদনকারীদের যোগ্যতা


যেসব প্রার্থী এসবিআই পিও- র জন্য আবেদন জমা দেবেন তাঁদের স্নাতক পাশ হতে হবে কোনও স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে। অথবা সমতুল্য কোনও যোগ্যতা থাকতে হবে এবং সেখানে অনুমোদন প্রয়োজন কেন্দ্রীয় সরকারের। স্নাতক ডিগ্রির ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমেস্টারে থাকলেও আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে শর্ত একটাই। ইন্টারভিউতে ডাক পেলে স্নাতক উত্তীর্ণ এই সার্টিফিকেট দেখাতে হবে (on or before December 31, 2023)। আবেদনকারীদের বয়স সীমা ২১ থেকে ৩০ বছরের মধ্যে (১ এপ্রিল, ২০২৩ অনুসারে)। 


সিলেকশন প্রসেস বা প্রার্থী বাছাই প্রক্রিয়া


প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা। তারপর হবে মেন পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে তবেই মেন পরীক্ষায় ডাক পাবে। মেন পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের Psychometric Test, Group Exercise এবং Interview- এগুলি হবে। General/ EWS/ OBC প্রার্থীদের জন্য ৭৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য হয়েছে। একবার পেমেন্ট হয়ে গেলে তা আর রিফান্ড করা হবে না। 


কীভাবে আবেদন জানাবেন



  • প্রথমে যেতে হবে sbi.co.in/web/careers এই ওয়েবসাইটে।

  • এবার JOIN SBI  অপশনে যেতে হবে। তারপর যেতে হবে কারেট ওপেনিংস অপশনে।

  • ‘RECRUITMENT OF PROBATIONARY OFFICERS’ এই অপশনে ক্লিক করতে হবে।

  • এরপর 'অ্যাপ্লাই অনলাইন' অপশনে ক্লিক করতে হবে প্রার্থীদের। তাহলে প্রার্থীরা সরাসরি আইবিপিএস পোর্টালে পৌঁছে যাবেন।

  • এবার নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে সাবমিট ফর্ম করতে হবে।

  • মেক পেমেন্ট এবং আপলোড ডকুমেন্ট- এই দুই অপশনে ক্লিক করে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে।

  • প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে নিজের ফর্মের। 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আরও পড়ুন- রাজ্যের এই জেলায় প্যারা লিগ্যাল ভলান্টিয়ার পদে হচ্ছে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


Education Loan Information:

Calculate Education Loan EMI