নয়াদিল্লি: প্রেক্ষাগৃহে হাজির হয়েছে রণবীর সিংহ (Ranveer Singh) ও আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani)। সমালোচক ও দর্শকদের থেকে একদিকে যখন এই ছবি মোটামুটি ভালই রিভিউ পাচ্ছে, তখন এই ছবি নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউত, এবং বলাই বাহুল্য এমন কিছু ভাল কথা তিনি বলেননি। কটাক্ষ করলেন কর্ণ জোহরকে (Karan Johar)। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কঙ্গনা এই নতুন ছবির রিভিউ লিখলেন। 


'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবি প্রসঙ্গে কঙ্গনার কটাক্ষ


নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি স্টোরি পোস্ট করে তিনি ছবি সম্পর্কে লেখেন। কঙ্গনা রানাউত লেখেন, 'দর্শককে আর বোকা বানানো সম্ভব নয়। তাঁরা নকল সেটে ভরা বীভৎস এবং সৃজনশীলভাবে দুর্বল ফিল্মগুলি এবং শীর্ষস্থানীয় নকল পোশাককে প্রত্যাখ্যান করেছেন। কারা বাস্তব জীবনে এমন পোশাক পরেন আর দিল্লিতেও বা এমন ঘরও কোথায় দেখা যায়? কী ফালতু! কর্ণ জোহরের ওপর ধিক্কার কারণ নিজেরই নব্বইয়ের দশকের সিনেমা তিনি নকল করেছেন... তাছাড়াও এই বোকা সিনেমার জন্য কীভাবে তিনি ২৫০ কোটি টাকা খরচ করেছেন? এসবের জন্য কে ওঁদের টাকা দেয় যেখানে আসল প্রতিভারা ফান্ডের অভাবে কাজ পায় না।'




এখানেই থেমে থাকেননি তিনি। ক্রিস্টোফার নোলানের 'ওপেনহাইমার' ছবির সঙ্গেও তুলনা টানেন তিনি কর্ণ জোহরের 'রকি অউর রানি'র। তিনি লেখেন, 'ভারতীয় দর্শক পারমাণবিক অস্ত্রের উত্স এবং পরমাণু বিজ্ঞানের জটিলতার উপর ৩ ঘণ্টার দীর্ঘ চলচ্চিত্র দেখছেন আর এখানে নেপো গ্যাংয়ের সেই একই শাশুড়ি বৌমার কান্নাকাটি, কিন্তু একটা সিরিয়াল বানানোর জন্য ২৫০ কোটি টাকা কেন লেখে ওঁর...? অগুন্তিবার এই একই ছবি বানানোর জন্য লজ্জা হওয়া উচিত কর্ণ জোহর। নিজেকে ভারতীয় সিনেমার ধ্বজাধারী বলা এবং চিরকাল তাকে পিছনে টেনে নিয়ে যাওয়া... এভাবে টাকা নষ্ট করবেন না, ইন্ডাস্ট্রির জন্য মোটেও ভাল সময় নয় এটি, এবার অবসর নিন এবং অল্পবয়সী পরিচালকদের নতুন ও বৈপ্লবিক ছবি তৈরি করতে দিন।'






তবে কর্ণ জোহরকে কটাক্ষ করেই থামেননি অভিনেত্রী। তাঁর নিশানায় এসেছেন রণবীর সিংহও। কঙ্গনা লেখেন, 'রণবীর সিংহকে আমার উপদেশ যে কর্ণ জোহর ও তাঁর পোশাক পরিচ্ছদ দ্বারা অনুপ্রাণিত হওয়া বন্ধ করুন। ওঁর একজন সাধারণ মানুষের মতো পোশাক পরা উচিত, যেমন ধর্ম জি বা বিনোদ খান্না জি তাঁদের সময় পোশাক পরতেন। ভারতীয় দর্শক কার্টুনের মতো দেখতে মানুষকে হিরো বলে মানতে পারে না, দয়া করে দক্ষিণের অভিনেতাদের পোশাক পরিচ্ছদ দেখুন... তাঁদের পৌরুষ ও মর্যাদাপূর্ণ দেখতে লাগে... দয়া করে আমাদের দেশের সংস্কৃতিকে ধ্বংস করবেন না।'


আরও পড়ুন: Dream Girl 2: 'পূজা'র মোহে বিভোর চাঙ্কি পাণ্ডে, রেগে কাঁই অনন্যা, বাবা-মেয়ের জুটি প্রকাশ করল 'ড্রিম গার্ল ২'র ট্রেলার মুক্তির তারিখ


কঙ্গনা রানাউত ছাড়া যদিও এই ছবি মোটামুটি ভালই রিভিউ পেয়েছে। প্রথম দিনের শেষে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ১১.১০ কোটি টাকার ব্যবসা করেছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial