মুম্বই: ডেঙ্গি (Dengue) আক্রান্ত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Actress Kangana Ranaut)। রক্তে শ্বেত কণিকার মাত্রাও (white blood cells) কমেছে। রয়েছে জ্বর (high fever)। তবে তাঁর কাজের প্রতি ভালবাসা কমেনি একেবারেই। সেই আভাসই মিলল অভিনেত্রীর সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরি (Instagram Story) থেকে।
ডেঙ্গি আক্রান্ত কঙ্গনা
প্রবল জ্বর, রক্তে শ্বেত কণিকার পরিমাণ কম, তাতেও কাজে খামতি নেই। ডেঙ্গি আক্রান্ত বলিউডের 'ক্যুইন' কঙ্গনা রানাউত। কিন্তু প্রবল শরীর খারাপ নিয়েও তিনি হাজির ফিল্ম সেটে।
এদিন সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি পোস্ট করলেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা সংস্থা 'মণিকর্ণিকা ফিল্ম'-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে একটি ছবি পোস্ট করে লেখা হয়, 'যখন আপনি ডেঙ্গি আক্রান্ত, আশঙ্কাজনক মাত্রায় রক্তে শ্বেত কণিকার মাত্রা কম এবং প্রবল জ্বর, এবং তবুও আপনি কাজে এসে হাজির হন, সেটাকে প্যাশন বলে না, বলে উন্মাদনা... আমাদের চিফ কঙ্গনা রানাউত তেমনই এক অনুপ্রেরণা।'
সেই পোস্ট রিশেয়ার করে অভিনেত্রী লেখেন, 'ধন্যবাদ টিম "মণিকর্ণিকা ফিল্মস", শরীর অসুস্থ হয় আত্মা নয়... এত সুন্দর করে বলার জন্য ধন্যবাদ।'
কঙ্গনা রানাউতের ইনস্টাগ্রাম স্টোরি
কঙ্গনা রানাউত আপাতত ব্যস্ত তাঁর আগামী ছবি 'ইমার্জেন্সি' (Emergency) নিয়ে। ছবিতে অভিনয়ের পাশাপাশি, তিনিই এই ছবির পরিচালক (director)। সেই ছবিরই কাজ চলছে পুরোদমে। তার মাঝেই অসুস্থ অভিনেত্রী। কিন্তু কাজ অন্ত প্রাণ কঙ্গনা, অসুস্থতা নিয়েও চলে এসেছেন সেটে। দুর্বল শরীরেই সারছেন কাজ।
আরও পড়ুন: 'Bhagar': এবার সেলুলয়েডে 'ভাগাড়' কাণ্ড, প্রকাশ পেল মুখ্য চরিত্রের প্রথম লুক
প্রসঙ্গত, 'ইমার্জেন্সি' ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। ছবিতে অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে দেখা যাবে শ্রেয়স তলপড়ে, জয়প্রকাশ নারায়ণনের চরিত্রে অনুপম খের রয়েছেন। ১৯৭০ সালে ভারতজুড়ে জারি হওয়া 'জরুরি অবস্থা'র প্রসঙ্গ ঘিরে তৈরি হচ্ছে এই ছবি।
ছবির নাম 'ইমার্জেন্সি'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনার দায়িত্বও তাঁর কাঁধে। প্রযোজকও তিনিই। ছবির টিজার পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'সেই মহিলাকে (Her) নিয়ে এলাম যাঁকে 'স্যর' (Sir) বলা হত। শ্যুট শুরু হল।' 'মনিকর্ণিকা'র (Manikarnika) পরে এটি তাঁর পরিচালক হিসেবে দ্বিতীয় ছবি।