নয়াদিল্লি: ফের আইনি জটে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) আগামী ছবি 'এমার্জেন্সি' (Emergency)। চণ্ডীগড়ের এক জেলা আদালত বিজেপি সাংসদের সিনেমার বিরুদ্ধে নোটিস (Legal Notice) পাঠাল। কী অভিযোগ উঠেছে এই ছবির বিরুদ্ধে?
ফের আইনি জটে কঙ্গনার 'এমার্জেন্সি'
সম্প্রতি অভিনেত্রীর সিনেমা 'এমার্জেন্সি'র বিরুদ্ধে আইনি নোটিস জারি করল চণ্ডীগড়ের জেলা আদালত। আইনজীবী রবিন্দর সিংহ বসসি, যিনি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট, তিনি একটি আবেদন করেছেন। যেখানে তিনি অভিযোগ করেছেন যে এই সিনেমা শিখেদের ভাবমূর্তি নষ্ট করেছে।
আইনজীবীর দাবি, শিখ সম্প্রদায়ের নেতিবাচক ছবি তৈরির পাশাপাশি একাধিক মিথ্যা অভিযোগও আনা হয়েছে এই সম্প্রদায়ের বিরুদ্ধে। যার ফলস্বরূপ কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। আগামী ৫ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছে।
দীর্ঘ অপেক্ষার পর চলতি মাসের শুরুর দিকেই সিবিএফসির (CBFC) ছাড়পত্র পায় কঙ্গনা রানাওয়াতের ছবি 'এমার্জেন্সি'। ছবির নির্মাতাদের কিছু দৃশ্যে কাঁচি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে কিছু দৃশ্যে বিধিবদ্ধ সতর্কীকরণ (disclaimer) দেওয়ার উপদেশ দেওয়া হয়েছে, ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী খবর। ছবিতে যে সমস্ত ঐতিহাসিক ঘটনার দৃশ্যপট রয়েছে সেখানে সতর্কীকরণ দেওয়ার কথা হয়েছে বলে জানানো যাচ্ছে।
আরও পড়ুন: Madhuri Dixit News: 'সুইগি'তে দেড় কোটি টাকার 'অর্ডার' মাধুরীর, শেয়ার কিনলেন 'ধক ধক গার্ল'!
দীর্ঘদিন ধরেই চলছিল টানাপোড়েন। অবশেষে মেলে ছাড়পত্র। সূত্রের খবর, সেন্সর বোর্ডের তরফে 'U/A' ছাড়পত্র দেওয়া হয়েছে কঙ্গনা রানাওয়াত অভিনীত, পরিচালিত ও প্রযোজিত ছবি 'এমার্জেন্সি'কে। কিছু কিছু দৃশ্যে কাটছাঁটের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। ছবির মুক্তির নতুন তারিখ এখনও জানানো হয়নি যদিও। U/A ছাড়পত্র দেওয়ার অর্থ সেই সিনেমা যে কোনও বয়সের দর্শক দেখতে পারেন তবে অবশ্যই অভিভাবকদের তত্ত্বাবধানে। সূত্রের খবর, ৮ জুলাই সেন্সর বোর্ডের রিভিউয়ের জন্য 'এমার্জেন্সি'র আবেদন জমা পড়ে। যদিও এরপর এই ছবি একাধিক বিক্ষোভের সম্মুখীন হয় যখন একাধিক শিখ সংস্থা এই ছবি নিষিদ্ধ ঘোষণা করার দাবি তোলে। এই দলগুলির অন্যতম অকাল তখত, শিরোমণি গুরুদ্বার পরবন্ধক কমিটি ইত্যাদিও। একাধিক শিখ গোষ্ঠী সেন্সর বোর্ডকে চিঠি লেখে এবং এমনকী আদালতেও যান তাঁরা। তবে এবার ফের একবার আইনি ঝামেলায় জড়াল এই ছবি। কী হয় 'এমার্জেন্সি'র ভবিষ্যৎ, তা অবশ্য সময় বলবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।