নয়াদিল্লি: জনপ্রিয় খাবার ডেলিভারি সংস্থা (Food Delivery Company) 'সুইগি'তে (Swiggy) স্টক কিনলেন তারকা অভিনেত্রী মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। সংবাদ মাধ্যম 'মানিকন্ট্রোল'-এর প্রতিবেদন বলছে চলতি বছরের শেষ দিকে শেয়ার বাজারে (Share Market) সুইগির দেড়শো কোটি ডলারের IPO আসছে। তার আগে অনলাইন খাবার সরবরাহকারী এই সংস্থার শেয়ার কিনলেন মাধুরী।


সুইগিতে দেড় কোটির শেয়ার কিনলেন মাধুরী


রীতেশ মালিকের সঙ্গে হাত মিলিয়ে সুইগিতে শেয়ার কিনেছেন অভিনেত্রী মাধুরী। 'Innov8' (যা এখন Oyo-র অধীনে) নামক একটি কো-ওয়ার্কিং স্পেস প্লেয়ারের প্রতিষ্ঠাতা রীতেশ। সেকেন্ডারি মার্কেট থেকে ৩ কোটি মূল্যের এই শেয়ার কিনেছেন তাঁরা, যেখানে মাধুরী ও রীতেশ দু'জনেই দেড় কোটি টাকা করে মূল্য দিয়েছেন। এমনই খবর সূত্রের। সেখানে এও উল্লেখ করা হয় যে এই লেনদেন হয়েছে সুইগির ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার Avendus-এর মাধ্যমে। 


'সেকেন্ডারি মার্কেট' থেকে শেয়ার কেনার অর্থ কী?


'সেকেন্ডারি মার্কেট' (Secondary Market) লেনদেন হচ্ছে যখন একজন বিনিয়োগকারী তাদের শেয়ার অন্য বিনিয়োগকারী বা একটি কোম্পানির কাছে বিক্রি করে যে কোম্পানির শেয়ার বিক্রি করা হচ্ছে সেই কোম্পানি  অন্তর্ভুক্তি ছাড়াই। অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) জোম্যাটোর (Zomato) বাইরে গিয়ে বৈচিত্র্য আনার জন্য অগাস্ট মাসে সুইগির শেয়ার কেনার পরে মাধুরীর খবর প্রকাশ্যে আসে।


ভারতের খাবার সরবরাহের বাজারে এখন দু'টি সংস্থারই আধিপত্য। একটি হচ্ছে বেঙ্গালুরুর সংস্থা 'সুইগি', অপরটি হচ্ছে গুরুগ্রামের 'জোম্যাটো'। তাদের একত্রিত মার্কেট শেয়ারের পরিমাণ প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ।


আরও পড়ুন: Mutual Funds: মাসে ১০ হাজার টাকা জমিয়ে পেতে পারেন ২ কোটি টাকা, কীভাবে জানেন ?


২০২৩-২০২৪ আর্থিক বছরে সুইগির আয় ৩৬ শতাংশ বেড়ে ১১ হাজার ২৪৭ কোটিতে পৌঁছয়, ক্ষতির পরিমাণ ৪৪ শতাংশ কমে ২ হাজার ৩৫০ কোটিতে নামে। এদিকে, জোম্যাটোর আয় ছিল ১২ হাজার ১১৪ কোটি এবং একই সময়ে এটি ৩৫১ কোটি টাকা লাভ করেছে।


 






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।