মুম্বই: তিনি সবসময়েই বিতর্কের মুখ। সকালেই তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন, তাঁর ওপর নজর রাখা হচ্ছে। তিনি বাইরে গেলেই গোপনে তাঁকে ধাওয়া করছে কেউ। আর সেই দাবির পরের দিনই অন্য রূপ কঙ্গনা রানাউতের (Kangana Ranaut)। বললেন, এখন আর কেউ তাঁকে অনুসরণ করছে না।                                                                                                                               


এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লম্বা পোস্ট দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি বলেন, পাপারাৎজিরা সমস্ত জায়গায় তাঁর পিছু নিচ্ছেন এবং তাঁর সমস্ত শিডিউল জেনে যাচ্ছেন। কিন্তু অভিনেত্রী নিজে বা তাঁর জনসংযোগ আধিকারিক কেউই পাপারাৎজিদের কোনও খোঁজ দেন না বলে দাবি তাঁর। তিনি লেখেন, 'আমি যেখানেই যাই সেখানেই আমাকে অনুসরণ করা হচ্ছে এবং গোয়েন্দাগিরি করা হচ্ছে। শুধু রাস্তাতেই নয়, আমার বিল্ডিংয়ের পার্কিং এবং বাড়ির বারান্দায় তাঁরা আমার ছবি তোলার জন্য জুম লেন্স লাগিয়েছে। সবাই জানে পাপারাৎজিরা শুধুমাত্র তারকাদের সঙ্গে দেখা করে যদি তাঁদের টিপ দেওয়া হয়। আমার টিম বা আমি তাঁদের টাকা দিচ্ছি না, তাহলে তাদের কে অর্থ প্রদান করছে?'                                                                                                                                 


আরও পড়ুন: Sidharth Kiara Marriage: বিয়ের পর ৭০ কোটির বাংলোয় উঠবেন সিদ্ধার্থ-কিয়ারা?


এরপরেই অবশ্য অন্য রূপ। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লম্বা পোস্ট করে তিনি জানান, যাঁরা তাঁকে অনুসরণ করছিলেন তাঁরা উধাও হয়ে গিয়েছেন। ক্যামেরা নিয়ে বা না নিয়ে, কেউই তাঁর ধারেকাছে ঘেঁষছেন না। যে ভূতেরা তথা শোনে না তাদের তো লাথি মারতেই হয়। চঙ্গু মঙ্গু গ্যাং, এর আগে কোনও কোনও দেহাতির মুখোমুখি বোধহয় তোমাদের হতে হয়নি। বাড়িতে ঢুকে পেটাব। আর যাদের যাদের মনে হয় আমি পাগল, তারা তো জানোই আমি পাগল। তবে কতটা পাগল সেটা তো জানো না।'