করাচি: তিনি পাকিস্তানের জার্সিতে সবচেয়ে বেশি বিশ্বকাপে অংশ নিয়েছে। সে দেশের ক্রিকেট ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম স্বনামধন্য মানা হয় তাঁকে। কিন্তু মাঝে মাঝেই বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনাম হন জাভেদ মিঁয়াদাদের। এবার ফের একবার নিজের মন্তব্য়ের জন্য খবরে এলেন প্রাক্তন এই তারকা পাক ক্রিকেটার। পাকিস্তানের মাটিতে যদি ভারতীয় ক্রিকেট দল খেলতে না যায়, তাতে ভারতীয় ক্রিকেট চুলোয় যাক ..এমনই মন্তব্য করেছেন মিঁয়াদাদ।


উল্লেখ্য, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে সম্প্রতি বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে সরকারের অনুমতি না পাওয়ায় পাকিস্তানে খেলতে যাবে না রোহিত বাহিনী। চলতি বছরই পাকিস্তানের মাটিতে এশিয়া কাপের আসর হওয়ার কথা। সে প্রসঙ্গে মিঁয়াদাদ বলেন, ''যদি ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে না আসে, তাহলে তারা চুলোয় যাক। আমি সবসময়ই পাকিস্তানের সমর্থনে কথা বলে এসেছি। যখনই কোনও সমস্যা হয়েছে, মুখ খুলেছি। এবারের বিষয়টা নিয়ে আমাদের লড়াই করতে হবে। আইসিসির এই বিষয়টির দিকে আলোকপাত করা উচিত সঠিকভাবে। তাঁদের সবার জন্যই সমান নিয়ম রাখা উচিত।''


ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক বহুদিন ধরেই ভাল নয়। এর প্রভাব ক্রীড়ামহলেও পড়েছে। দুই পড়শি দেশ দীর্ঘদিন ধরেই দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। কেবল বড় টুর্নামেন্টগুলিতেই ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখা যায়। তবে এবার সেই নিয়েও তৈরি হয়েছে জট। পাকিস্তানে এ বছরের এশিয়া কাপের (Asia Cup 2023) আসর বসার কথা ছিল। তবে ভারতীয় বোর্ড সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রধান জয় শাহ (Jay Shah) বহুদিন আগেই স্পষ্ট করে দিয়েছেন ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না। এবার ভারতে আয়োজিত ৫০ ওভারের বিশ্বকাপ বয়কট করার হুঁশিয়ারি এল পাক বোর্ডের তরফে।


বাহরিনে ভারতীয় বোর্ড সচিব জয় শাহ, পাকিস্তান বোর্ড প্রধান নাজম শেঠির (Najam Sethi) পাশাপাশি এসিসির সমস্ত শীর্ষস্তরের নেতা এক বৈঠক সারেন। খবর অনুযায়ী সেই বৈঠকে পাকিস্তানের বদলে সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সরকারিভাবে এখনও কিছুই জানানো হয়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আরেকটি রিপোর্টে দাবি করা হচ্ছে যে ভারতীয় দল যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যায়, তাহলে নাজম শেঠি হুঁশিয়ারি দিয়েছেন বছরের শেষ দিকে পাকিস্তানও এ দেশে অনুষ্ঠিত বিশ্বকাপ (ICC Cricket World Cup 2023) বয়কট করবে।