মু্ম্বই:  হৃত্বিক রোশন-কঙ্গনা রানাউত বিতর্কের অবসান ঠিক কবে হবে, আদও হবে কিনা, সেপ্রশ্ন থেকেই যাচ্ছে। দোষারোপ পাল্টা দোষারোপ চলছেই। তবে এই পুরো বিতর্কে শুরু থেকে আজ অবধি একজন কঙ্গনার পাশে সর্বক্ষণ থেকেছেন। তিনি হলেন অভিনেত্রীর বোন রঙ্গোলি। হৃত্বিকের পক্ষ নিয়ে ইন্ডাস্ট্রির বিভিন্ন ব্যক্তি যখন সোশ্যাল মিডিয়ায় সওয়াল করছেন, তখন তাঁদের কঙ্গনা জবাব না দিলেও, মুখ খুলেছেন তাঁর বোন। রঙ্গোলির মন্তব্য, দেখলে অবাক লাগে পাহাড়ের কোলে এক ছোট্ট শহর থেকে আসা মেয়ে, যে নাকি ঠিক করে ইংরাজিতে কথা বলতেও পারেন না, তিনি এতজনের মাথাব্যথার কারণ হয়ে গিয়েছিলেন।

ফারহান আখতার যখন খোলা চিঠি লিখে হৃত্বিকের সমর্থনে গলা ফাটিয়েছেন, তখন তাঁকে সোশ্যাল মিডিয়ায় সমর্থন করতে একমুহূর্তও নষ্ট করেননি পরিচালক-প্রযোজক কর্ণ জোহর, সোনাম কপূর। সেই পোস্ট ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই কার্যত ফুঁসে উঠেছেন রঙ্গোলি। তাঁর দাবি, সারা ইন্ডাস্ট্রি এই বিতর্কে কঙ্গনার বিপক্ষে চলে যেতে পারেন, কিন্তু কঙ্গনা থেকে যাবেন। কারণ 'সি ইজ দি চোসেন ওয়ান....'।





 



হৃত্বিক প্রসঙ্গে ফারহানকে সমর্থন করে যখন কর্ণ এবং সোনাম টুইট করেছেন, তখন সোশ্যাল মিডিয়াতেই তাঁদের বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছেন রঙ্গোলি। ফারহানকে উদ্দেশ্য করে একথাও বলতে ভোলেননি রঙ্গোলি যে তাঁর বক্তব্য গ্রহণযোগ্য হত যদি তিনি বা তাঁর বাবা রোশনদের প্রতি পক্ষপাতদুষ্ট না হতেন।