ফারহান আখতার যখন খোলা চিঠি লিখে হৃত্বিকের সমর্থনে গলা ফাটিয়েছেন, তখন তাঁকে সোশ্যাল মিডিয়ায় সমর্থন করতে একমুহূর্তও নষ্ট করেননি পরিচালক-প্রযোজক কর্ণ জোহর, সোনাম কপূর। সেই পোস্ট ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই কার্যত ফুঁসে উঠেছেন রঙ্গোলি। তাঁর দাবি, সারা ইন্ডাস্ট্রি এই বিতর্কে কঙ্গনার বিপক্ষে চলে যেতে পারেন, কিন্তু কঙ্গনা থেকে যাবেন। কারণ 'সি ইজ দি চোসেন ওয়ান....'।
হৃত্বিক প্রসঙ্গে ফারহানকে সমর্থন করে যখন কর্ণ এবং সোনাম টুইট করেছেন, তখন সোশ্যাল মিডিয়াতেই তাঁদের বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছেন রঙ্গোলি। ফারহানকে উদ্দেশ্য করে একথাও বলতে ভোলেননি রঙ্গোলি যে তাঁর বক্তব্য গ্রহণযোগ্য হত যদি তিনি বা তাঁর বাবা রোশনদের প্রতি পক্ষপাতদুষ্ট না হতেন।