গোরক্ষপুর: ফের শিশুমৃত্যু উত্তরপ্রদেশের গোরক্ষপুরের কুখ্যাত বাবা রাঘবদাস মেডিক্যাল কলেজ হাসপাতালে। ২৪ ঘণ্টায় অন্তত ১৬টি শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন সদ্যোজাত। ১০ জন ভর্তি ছিল এনআইসিইউ-তে এবং ৬ জন ছিল পেডিয়াট্রিক আইসিইউ-তে।
হাসপাতাল সূত্রে খবর, এ বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত এখানে ১,৪৭০ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৩১০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২০ জন।
এ বছরের অগাস্টে এক সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি সদ্যোজাত সহ ৬৩টি শিশুর মৃত্যু হয় বিআরডি মেডিক্যাল কলেজে। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেনের বিল না মেটানোয় সংশ্লিষ্ট সংস্থা অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়। এর ফলেই শিশুগুলির মৃত্যু হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে যোগী আদিত্যনাথ সরকার। কিন্তু তারপরেও যে বিআরডি মেডিক্যাল কলেজের হাল ফেরেনি, সাম্প্রতিক মৃত্যুমিছিলই তার প্রমাণ।
গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজে ২৪ ঘণ্টায় মৃত ১৬ শিশু
Web Desk, ABP Ananda
Updated at:
09 Oct 2017 03:48 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -