কলকাতা: বক্সঅফিসে নাকি ব্যবসাই করতে পারেনি 'থালাইভি' (Thalavii)! আর তাই কঙ্গনা রানাউতের (Kangana Ranaut)-এর কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন 'থালাইভি'-র ডিস্ট্রিবিউটররা।কতটা সত্যি এই ঘটনা? সোশ্যাল মিডিয়ায় নিজেই স্ক্রিনশট শেয়ার করে জানালেন অভিনেত্রী।


কঙ্গনার দাবি, তাঁর বদনাম করার জন্যই এই সমস্ত চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। 'থালাইভি' ব্যবসা করতে পারেনি এই তথ্য সম্পূর্ণ ভুয়ো। সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘এই সমস্ত খবর আমার বিরুদ্ধে শুধুই অপপ্রচার। থালাইভি ছবি তার মুক্তির আগেই বাজেটের চেয়েও বেশি টাকা ব্যবসা করে ফেলেছিল।’ তিনি এই অপপ্রচারের দায় চাপিয়েছেন ছবি মাফিয়াদের কাঁধে। তাঁর মতে, তাঁর ওপর হিংসার কারণেই এই সমস্ত ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। তাঁর সাফল্য সহ্য করতে পারছেন না অনেকেই। আর তাই, 'থালাইভি'-কে ফ্লপ ছবি হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। ছবি মুক্তির ইতিমধ্যেই ২ বছর পেরিয়ে গিয়েছে।


আগামীকে আসছে কঙ্গনার নতুন ছবি ইমার্জেন্সি (Emergency)। এই ছবিতে ইন্দিরা গাঁধী (Indira Gandhi)-র ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। দর্শকদের মধ্যে প্রত্যাশা রয়েছে এই ছবি নিয়ে। কঙ্গনা জানিয়েছেন, ইতিমধ্যেই তিনি এই ছবির জন্য একটি নাম করা ডিস্ট্রিবিউটরের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন। 


আরও পড়ুন: Sonu Nigam: সোনু নিগমের বাড়িতে চুরি! শিল্পীর বাবার অনুপস্থিতির সুযোগে গায়েব লক্ষাধিক টাকা


২০২১ সালে রাজনৈতিক চরিত্র জয়ললিতার উপর তৈরি বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন কঙ্গনা। ‘আম্মা’ জয়ললিতার ভূমিকায় দেখা গিয়েছিল বলিউডের 'কুইন'-কে। তামিল ও হিন্দি, দুই ভাষাতেই মুক্তি পায় এই ছবি। তবে, বক্স অফিসে একেবারেই আশানুরূপ ফল করতে পারেনি এই ‘থালাইভি’। ছবির ব্যর্থতার কারণেই নাকি অভিনেত্রীর কাছে ক্ষতিপূরণের দাবি করেছেন ছবির ডিস্ট্রিবিউটররা। কঙ্গনার কাছে নাকি ৬ কোটি টাকার ক্ষতিপূরণের দাবি করেছেন তাঁরা। এই ঘটনাকে অবশ্য সম্পূর্ণ ভূয়ো বলে দাবি করেছেন অভিনেত্রী।


ছবি মুক্তির আগে এই ছবি সম্পর্কে কঙ্গনা বলেছিলেন, 'আমার রাজনৈতিকদের নেতাদের জীবন নিয়ে আগ্রহ ছিল। মনে হত, ওনারা হলেন সবচেয়ে ভাগ্যবান মানুষ। কিন্তু থালাইভি-তে অভিনয় করতে গিয়ে আমার সেই ধারনা বদলে গিয়েছে। একজন রাজনীতিবিদের জীবনকে কাছ থেকে দেখার সুযোগ পেলাম, জানার সুযোগ পেলাম এই ছবির সৌজন্যে। নেতাদের জীবন মোটেই সহজ হয় না। তাঁদের একেবারে সাধারণ মানুষদের সঙ্গে মিশে যেতে হয়, জনপ্রিয়তা অর্জন করতে হয় আবার সমাজের একেবারে উপরতলার মানুষদের সঙ্গেও সমানভাবে যোগাযোগ রাখতে হয়।' জয়ললিতা সম্পর্কে বলতে গিয়ে কঙ্গনার উক্তি, 'ভাবতে পারছেন, সেই মানুষটা কতটা বুদ্ধিদীপ্ত ছিলেন যিনি এত বড় বড় অফিসারদের নির্দেশ দিয়ে কাজ করাতে পারতেন!'