কলকাতা: সঙ্গীতশিল্পী সোনু নিগমের (Sonu Nigam) বাবার বাড়ি থেকে গায়েব নগদ ৭২ লক্ষ টাকা! সন্দেহের তীর প্রাক্তন এক গাড়িচালকের বিরুদ্ধে। ইতিমধ্যেই থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। শিল্পীর বাবা অগম কুমার নিগমের অনুপস্থিতিতে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।


ইতিমধ্যেই ওশিয়াড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার। অভিযোগ দায়ের করেছেন সোনুর বোন নিকিতা। সঙ্গীতশিল্পীর বাবার বয়স ৭৬ বছর। তিনিও একজন নামজাদা গজল গায়ক। পশ্চিম অন্ধেরির উইন্ডসোর গ্র্যান্ড বিল্ডিংয়ের একটি ফ্লোরে থাকেন অগম কুমার। এএনআই সূত্রে খবর, সঙ্গীতশিল্পী তাঁর যাতায়াতের জন্য একজন ড্রাইভারকে নিয়োগ করেছিলেন। তাঁর নাম ছিল রেহান। কিন্তু কয়েকমাস পরে, সঠিকভাবে কাজ না করার জন্য তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেন অগম কুমার। ঘটনায় তাঁকেই সন্দেহ করা হচ্ছে বলে পুলিশকে জানিয়েছেন অগম কুমার। 


সোনুর বোন নিকিতা জানান, রবিবার দুপুরে তাঁর বাবা ভরসোভার বাড়িতে খাবার খেতে যান। ফিরে এসে তিনি দেখেন আলমারি থেকে চুরি গিয়েছে। একটি ডিজিট্যাল সিন্দুক থেকে ৪০ লক্ষ টাকা সরানো হয়েছে বলে দাবি করেন তিনি। পরের দিন অগম কুমার গিয়েছিলেন ছেলের বাড়িতে। ফিরে এসে সেদিনও একই ঘটনা দেখেন তিনি। চুরি গিয়েছে ৩২ লক্ষ টাকা। অর্থাৎ ২ ধাপে মোট চুরি গিয়েছে ৭২ লক্ষ টাকা। এরপরেই পরিবারের তরফ থেকে ওশিয়াড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। 


আরও পড়ুন: Dalljiet Kaur: 'জীবনে বিচ্ছেদ এসেছে? তোমাদের বলছি...'. দ্বিতীয় বিয়ে নিয়ে অকপট লেখনী অভিনেত্রীর


সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা গিয়েছে। যে সময়টুকু অগম কুমার বাড়িতে ছিলেন না ২ দিন, ওই ২ দিনই একটি বড় ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকেছিল রেহান। যে ডিজিট্যাল সিন্দুক থেকে টাকা চুরি গিয়েছে, সেটি অক্ষত রয়েছে। পরিবারের আশঙ্কা, চাবি হাতিয়েই, জাল করেই টাকা চুরি করেছে রেহান। যদিও অভিযুক্ত এখনও অধরা। তাঁর খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ।


যথেষ্ট সুরক্ষাবলয়েই বসবাস করতেন অগম কুমার। সেই এলাকা থেকে পর পর ২ দিন লক্ষাধিক টাকা চুরির মতো দুঃসাহিক ঘটনা ভাবাচ্ছে পুলিশকেও।