নয়াদিল্লি: দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। সেই আবহেই ফের পিছিয়ে গেল কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) 'এমার্জেন্সি' ('Emergency' Release Date) ছবির মুক্তির তারিখ। বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে মান্ডি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন কঙ্গনা। তাঁর রাজনৈতিক কাজের কথা মাথায় রেখেই পিছিয়ে দেওয়া হয়েছে মুক্তির তারিখ, প্রযোজনা সংস্থার তরফে এমনটাই জানানো হয়েছে। 


পিছিয়ে গেল 'এমার্জেন্সি' মুক্তির তারিখ


ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর ঘোষণা করা 'জরুরি অবস্থা'র ওপর নির্ভর করে তৈরি এই ছবি। বহুদিনের প্রতীক্ষার পর এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ১৪ জুন। তবে সম্প্রতি কঙ্গনার প্রযোজনা সংস্থা 'মনিকর্ণিকা ফিল্মস'-এর তরফে ঘোষণা করা হয়েছে যে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে। কারণ হিসেবে নায়িকার রাজনৈতিক দায়িত্বের উল্লেখ করা হয়েছে। 


পোস্টে লেখা হয়, 'আমাদের ক্যুইন কঙ্গনা রানাউতের জন্য যে ভালবাসা পাচ্ছি তাতে আমাদের হৃদয় পরিপূর্ণ। এখন যেহেতু তিনি দেশের প্রতি তাঁর দায়িত্ব পালনকে গুরুত্ব দিচ্ছেন, তাই আমাদের বহু প্রতীক্ষিত 'এমার্জেন্সি' ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হল। নতুন মুক্তির তারিখ শীঘ্রই আপনাদের জানাব, কথা দিলাম। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।'


 






এই ঘোষণায় যদিও মিশ্র প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায়। অনেক অনুরাগীই অধীর আগ্রহে এই ছবির অপেক্ষায় ছিলেন। অনেকেই এই দেরির জন্য হতাশা প্রকাশ করেছেন। আবার নেটিজেনদের একাংশ অভিনেত্রীর রাজনৈতিক দায়িত্বকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। একজন যেমন লেখেন, 'খুবই দুঃখজনক কিন্তু ঠিক আছে আমি জানি উনি দেশকে নিয়ে খুবই ব্যস্ত, উনি ক্যুইন।' আবার একজন লেখেন, 'অনেক দেরি হয়ে গিয়েছে... আশা করছি খুব দ্রুত তিনি রিলিজ করবেন... এর মাঝে কিছু টিজার ইত্যাদি।'


আরও পড়ুন: Cannes Film Festival: কানের রেড কার্পেটে ডেবিউ, পোশাকে কোন রেকর্ড গড়লেন অভিনেত্রী দীপ্তি সাধওয়ানি?


'এমার্জেন্সি' ছবির লেখক, পরিচালক ও মুখ্য চরিত্রের অভিনেত্রী, সবটাই কঙ্গনা রানাউত। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে অনুপম খের, শ্রেয়স তলপড়ে, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমন ও প্রয়াত সতীশ কৌশিককে। জি স্টুডিওস ও মনিকর্ণিকা ফিল্মসের প্রযোজনায় তৈরি এই ছবি। চলতি বছরের ১৪ জুন এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।