কলকাতা: মহাকুম্ভে ফুল বিক্রেতা মোনালিসা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁর বাদামি চোখের মণি, ঝকঝকে হাসি আর শ্যামলা গায়ের রঙে মজে নেটপাড়ার সকলেই। আর এবার মোনালিসার প্রসঙ্গ তুলে বলিউডের শ্যামলা সুন্দরীদের কথা টেনে আনলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তাঁর কথায়, বলিউডে একটা সময়ে দাপিয়ে বেড়িয়েছেন শ্যামলা সুন্দরীরা। কিন্তু বর্তমান প্রজন্মে আর তা হচ্ছে কই? বলিউডের সেই শ্যামলা সুন্দরীদের প্রসঙ্গই তুলে আনলেন অভিনেত্রী। 


মোনালিসার একটি ছবি সমাজমাধ্যমে শেয়ার করে নিয়েছেন কঙ্গনা। লিখেছেন, 'প্রাকৃতিক সৌন্দর্য্যের জন্য নেটপাড়ার আকর্ষণ হয়ে উঠেছে মোনালিসা। ওর ছবি তোলার জন্য মানুষ যেভাবে ওকে হেনস্থা করছে, সেই কাজকে আমি মোটেই সমর্থন করছি না। কিন্তু একটা প্রশ্ন রাখতে ইচ্ছা করছে, রুপোলি পর্দায় ভারতের হয়ে শ্যামলা সুন্দরীদের প্রতিনিধিত্ব কী কেউ আদৌ করেন? এক সময়ে অনু অগ্রবাল, কাজল, বিপাশা বসু ও রানি মুখোপাধ্যায় এমনকি দীপিকা পাড়ুকোনকে মানুষ যেমন ভালবাসা দিয়েছে, তেমন এই প্রজন্মে হচ্ছে কোথায়?'


কঙ্গনা আরও দাবি করেছেন, একসময়ে অনেকের গায়ের রং শ্যামলা থাকলেও তাঁরা প্রসাধনী ও বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ফরসা হওয়ার চেষ্টা করছেন। নেটপাড়া মোনালিসাকে যেভাবে গ্রহণ করেছে, আধুনিক প্রজন্মের শ্যামলা অভিনেত্রীদের সেভাবে গ্রহণ করছে কোথায়?  সেই কারণেই কি নায়িকারা ফর্সা হওয়ার দিকে ঝুঁকছেন? এই প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় রেখেছেন কঙ্গনা। আর সেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য এসেছে। তবে তার বেশিরভাগই শ্যামলা সৌন্দর্য্যের গুণের কথাই বলেছেন।


অন্যদিকে শোনা যাচ্ছে, মোনালিসার কাছে নাকি বলিউড থেকে কাজের অফারও এসেছে। তবে সবটাই মৌখিক। শ্যুটিং ফ্লোরে যাওয়ারও নাকি অভিজ্ঞতা রয়েছে মোনালিসার। সেই শ্যুটিংয়ে নায়িকা ছিলেন সারা আলি খান। তবে মোনালিসার সৌন্দর্য্যের কাছে নাকি ফিকে হয়ে যাচ্ছিল সারার সৌন্দর্য্য। সেই কারণে পরিচালক নাকি মোনালিসার রূপটান মুছিয়ে দেন। তবে কবে মোনালিসাকে বলিউডে দেখা যাবে, বা আদৌ দেখা যাবে কি না, সেই নিয়ে কোনও বার্তা আসেনি। 


অন্যদিকে, কঙ্গনা রানাউতের কাজের কথা বলতে গেলে, বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে তাঁর নতুন ছবি 'ইমার্জেন্সি'। এই ছবিতে ইন্দিরা গাঁধীর ভূমিকায় দেখা গিয়েছে কঙ্গনা রানাউতকে। তাঁর অভিনয় প্রশংসিত হলেও, 'ইমার্জেন্সি' খুব একটা ভাল ব্যবসা করতে পারেনি। 


আরও পড়ুন: Karan Johar on Saif and Amrita: ইব্রাহিমের সূত্র ধরে সেফ-অমৃতার সঙ্গে ৪০ বছরের পুরনো সম্পর্ক ফিরে দেখলেন কর্ণ জোহর