নয়াদিল্লি: আপাত অর্থে আর দিল্লি বনাম রেলওয়জের রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচ একেবারেই গুরুত্বহীন। তবে সেই ম্যাচ দেখতেই হাজার হাজার মানুষের ভিড়। ভোর পাঁচটা থেকে লোকে লাইনে দাঁড়িয়েছেন মাঠে প্রবেশ করার জন্য। কারণ একটাই বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় ক্রিকেটের মহাতারকা এই ম্যাচে যে খেলছেন।
২০১২ সালের পর এই প্রথম কোনও রঞ্জি ম্যাচে খেলতে নেমেছেন কোহলি। আর তাঁকে দেখতেই কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছেন অরুণ জেটলি স্টেডিয়ামে। এই উন্মাদনা যে দেখা যাবে, তাঁর আভাস আগেভাগেই মিলেছিল। স্রেফ বিরাটকে এক ঝলক দেখবেন বলে মঙ্গলবার থেকে দলের অনুশীলনেও ভিড় জমিয়েছিলেন অনেকে। এই পূর্বাভাস থেকেই নিরাপত্তাও কড়া রাখা হবে বলে আশ্বস্ত করেছিলেন ডিডিসিএ সচিব। তবে কোথায় কী? ম্যাচ শুরুর এক ঘণ্টার মধ্যেই ভাঙল নিরাপত্তার বজ্রআঁটুনি।
এক অতিউৎসাহী অনুরাগী নিরাপত্তা বলয় ভেঙে একেবারে মাঠের মাঝে প্রবেশ করেন। ম্যাচের ১২তম ওভার ঘটনাটি ঘটে। সেই সময় কোহলি দ্বিতীয় স্লিপে ফিল্ডিং করছিলেন। নিরাপত্তা এড়িয়ে মাঠে কোহলির দিকে গিয়ে সটান তাঁর পাও স্পর্শ করেন তাঁর সেই অনুরাগী। যদিও তড়িঘড়ি নিরাপত্তারক্ষীরা তাঁকে মাঠের বাইরে নিয়ে যান।
এমনিও মাঠে ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে পুলিশকে। এদিন অরুণ জেটলি স্টেডিয়ামে বিরাট ঢোকার মুখেই তাঁকে দেখতে হুড়োহুড়ি লেগে যায়। অনেকেই দৌড়াদৌড়িতে মাটিতে পড়ে যান। প্রায় পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি তৈরি হয়। কয়েক জন আহত হলেও বড় কোনও অঘটন ঘটেনি।
দিল্লি পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ''অরুণ জেটলি স্টেডিয়াম থেকে ফোন এসেছিল, সেখানে নাকি পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি তৈরি হয়েছিল। শুধুমাত্র একটি গেটই দর্শকদের ঢোকার জন্য খুলে রেখেছে দিল্লি ক্রিকেট অ্য়াসোসিয়েশন। সেই পরিস্থিতি সামাল দিতে পরে তড়িঘড়ি অন্য গেটগুলোও খুলে দেওয়া হয়। পরিস্থিতি অবশ্য দ্রুত সামাল দেওয়া গিয়েছে।'' কোহলির আইপিএল দল আরসিবির সোশ্য়াল মিডিয়াতেও ভিড়ের একটি ক্লিপ পোস্ট করা হয়েছে অরুণ জেটলি স্টেডিয়ামের বাইরের থেকে। এইসব ঘটনায় স্বাভাবিকভাবেই ম্যাচের নিরাপত্তা নিয়ে অনেক মহল থেকেই প্রশ্ন উঠছে।
আরও পড়ুন: সম্ভবত কেরিয়ারের শেষ ম্যাচে নেমেছেন ঋদ্ধি, কিংবদন্তিকে সংবর্ধনা CAB-র, শুভেচ্ছা জানালেন সৌরভও