কলকাতা: বিমানবন্দরে হঠাৎ আক্রমণ,তারপরে সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে মুখ খোলা.. গতকাল, সারাদিনই চর্চার কেন্দ্রে ছিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। বৃহস্পতিবার, চণ্ডীগড় বিমানবন্দরে এক সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ আসে কঙ্গনাকে চড় মারার। অভিযোগ স্বীকারও করে নেন ওই জওয়ান। আর এবার, এই ঘটনা নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রির 'নীরব' থাকা নিয়ে মুখ খুললেন কঙ্গনা। 


আজ সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা লেখেন, 'প্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রি, তোমাদের মধ্যে কেউ কেউ  এই বিষয়টা নিয়ে আনন্দ করছো, কেউ কেউ আবার আমার বিমানবন্দরে আমার হেনস্থার ঘটনায় মুখে কুলুপ এঁটেছো। এরপরে যদি কোনোদিন, পৃথিবীর যে কোনও জায়গায়, শুধুমাত্র তুমি রাফা-র ঘটনার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছো এই দোষে কোনও ইজরায়েলি বা পাকিস্তানি তোমায় বা তোমার সন্তানকে এভাবে আঘাত করে, আমি কিন্তু তোমাদের হয়ে, তোমাদের বাকস্বাধীনতা নিয়েই কথা বলব, সমর্থন করব। কারণ আমি তোমাদের মতো না।'


এরপরে, সদ্য আরও একটি স্টেস্টাস শেয়ার করে নিয়ে কঙ্গনা লেখেন, 'অল আইজ় অন রাফা গ্যাঙ, শুধু অপেক্ষা করো। তোমরা তো সন্ত্রাসকে উদযাপন করছো, আমার মতো ঘটনা তোমাদের সঙ্গে, তোমাদের শিশুদের সঙ্গেও ঘটতে পারে। তৈরি থেকো।'


ঠিক কী ঘটেছে কঙ্গনার সঙ্গে? বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে এক সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ ওঠে কঙ্গনাকে চড় মারার। কুলবিন্দর কৌর নামে ওই জওয়ান ঘটনার দায়ও স্বীকার করে নিয়েছেন। তাঁকে সাসপেন্ডও করা হয়েছে। ভাইরাল হয়েছে এই ঘটনার একটি ভিডিও। ভাইরাল হওয়া এক ভিডিও-তে শোনা গিয়েছিল,  কৃষকদের নিয়ে কঙ্গনার মন্তব্যে যারপরনাই ক্ষুব্ধ ছিলেন কুলবিন্দর। তারপরই এই ঘটনা ঘটিয়েছেন তিনি।। এই ঘটনার পর তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয় এবং সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত মহিলা জওয়ানকে। এক উচ্চপদস্থ সিআইএসএফ জওয়ান জানান যে তাঁর বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। 


প্রসঙ্গত, মান্ডি থেকে বিজেপির হয়ে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন কঙ্গনা। সেখান থেকে তিনি জয়লাভ করেছেন।


 






আরও পড়ুন: Rituparna Sengupta: নতুন ছবি মুক্তির দিনই রেশন দুর্নীতি মামলায় ফের ঋতুপর্ণাকে ইডির তলব