কলকাতা: নতুন ছবি মুক্তির দিনই রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) ফের নোটিস ইডি-র। ১৯ জুন অভিনেত্রীকে ইডি দফতরে হাজিরার নির্দেশ। যদিও এই প্রথম নয়, এর আগেও রেশন বণ্টন দুর্নীতি মামলায় নোটিস পেয়েছিলেন ঋতুপর্ণা। সেই সময়ে হাজিরা দেননি অভিনেত্রী। আর আজ, তাঁর নতুন ছবি মুক্তির দিনই ফের নোটিস এসে পৌঁছল ঋতুপর্ণার বাড়িতে।
আজ মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ছবি 'অযোগ্য'। এটিই প্রসেনজিৎ ও ঋতুপর্ণা জুটির ৫০তম ছবি। আর সেই ছবি মুক্তির দিনই নোটিস এল ঋতুপর্ণার কাছে। এর আগে, ৩০মে, ইডির নোটিস পেয়েছিলেন অভিনেত্রী। সেই সময়ে তিনি জানিয়েছিলেন, তিনি বিদেশে রয়েছেন। ৬ জুনের পর হাজিরার জন্য সময় দেওয়া হোক। এরপরে আজই, ৭ জুন ফের নোটিশ পেলেন ঋতুপর্ণা। রেশন বণ্টন দুর্নীতি মামলায় আর্থিক লেনদেনের তথ্য সামনে রেখে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
প্রসঙ্গত, ৫ বছর পর ফের কেন্দ্রীয় এজেন্সির র্যাডারে উঠে এল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রোজভ্যালির পর এবার রেশন দুর্নীতি মামলায় তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই নিয়ে দুটি নোটিস পেয়েছেন তিনি। ইডি সূত্রে দাবি, রেশন দুর্নীতি মামলার তদন্তে অভিযুক্তদের অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়েই সামনে উঠে আসে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে তাঁর অ্যাকাউন্টে গিয়েছিল? সেই বিষয়েই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
ভোটের ফল প্রকাশের পরের দিনই অর্থাৎ ৫ জুন ঋতুপর্ণার হাজিরা দেওয়ার কথা ছিল ইডির দফতরে। তবে সেই সময়ে নাকি বিদেশ গিয়েছিলেন ঋতুপর্ণা। ছবি ছাড়াও অন্যান্য ব্যক্তিগত কাজে যাতায়াল লেগেই থাকে অভিনেত্রীর। তাঁর পরিবার থাকে সিঙ্গাপুরে। আর সেখানেই বিভিন্ন কাজে যাতায়াত করেন ঋতুপর্ণা। আর সেই কারণেই অভিনেত্রী আবেদন করেছিলেন তাঁকে যেন ৬ জুনের পরে তলব করা হয়। সেইমতো, ঠিক পরের দিনই নোটিস পেলেন অভিনেত্রী। ১৯ জুন ঋতুপর্ণা হাজিরা দেন কি না এবার সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।