মুম্বই: আগামী ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে আলিয়া ভট্টের (Alia Bhatt) বহু প্রতীক্ষিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi)। ইতিমধ্যেই ছবির ট্রেলার ও গান মুক্তি পেয়েছে নেট দুনিয়ায়। ভিন্ন লুকে এই ছবিতে দেখা যাচ্ছে আলিয়া ভট্টকে। পরিচালক সঞ্জয়লীলা বনশালির এই ছবিতে আলিয়া ভট্টকে দেখে তাঁর লুক ও সংলাপ বলার কায়দা নকল করে নেট দুনিয়ায় অনেকেই ভিডিও শেয়ার করছেন। মাত্র কয়েকদিন আগেই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট হয়, যেখানে এক খুদে মেয়েকে দেখা যায় 'গাঙ্গুবাঈ' লুকে। ছবির জনপ্রিয় লুক, সাদা শাড়ি, লাল টিপে আলিয়া ভট্ট। সেই লুকেই দেখা গেল এক খুদে কন্যাকে। ভিডিও পোস্ট করে ক্যাপশনে সে লেখে, 'এই ভিডিওটি সবচেয়ে মিষ্টি অভিনেত্রী আলিয়া ভট্টের জন্য।' অভিনেত্রী আলিয়া ভট্টকে ভিডিওতে ট্যাগও করা হয়েছে। 'গাঙ্গুবাঈ' আলিয়াকে নকল করে বিখ্যাত 'নমস্কার' পোজও করে ওই খুদে। আর এবার ভাইরাল হওয়া এই খুদেকে কটাক্ষ করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। শুধু তাই নয়, সরকারের কাছে এই সমস্ত বিষয়ে বিশেষ নজর দেওয়ারও অনুরোধ জানালেন।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত একটি দীর্ঘ পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, 'শিশুটি কি একজন যৌনকর্মীকে নকল করার প্রচেষ্টা করছে? মুখে বিড়ি রেখে অশ্লীল সমস্ত ডায়লগ বলছে! একবার তাকিয়ে দেখুন ওর বডি ল্যাঙ্গুয়েজ। এই বয়সে কীভাবে এমন বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে! এটা কি সঠিক? এভাবে তো হাজারো অন্যান্য শিশু এমন কাণ্ড ঘটাবে।'
আরও পড়ুন - 'Radhe Shyam' Romantic Glimpse: ভ্যালেন্টাইন্স ডে-তে প্রকাশ্যে 'রাধে শ্যাম'-এর বিশেষ রোম্যান্টিক পোস্টার
কঙ্গনা রানাউত আরও লেখেন, 'সরকারের উচিত এই বিষয়ে বিশেষ নজর দেওয়ার। এই সমস্ত শিশুদের অভিভাবকদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া উচিত। অনুরোধ জানাচ্ছি, মাননীয়া স্মৃতি ইরানি দয়া করে এই বিষয়টায় নজর দিন।' এই পোস্ট কঙ্গনা রানাউত কেন্দ্রীয় নারী ও শিশু সুরক্ষা মন্ত্রী স্মৃতি ইরানিকে ট্যাগও করেছেন।
প্রসঙ্গত, সঞ্জয়লীলা বনশালির ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভট্ট। ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ ফেব্রুয়ারি। এই ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন, শান্তনু মাহেশ্বরী, বিজয় রাজ, ইন্দিরা তিওয়ারিকে।