কলকাতা : ৪ পুরসভার ভোটে বিজেপির (BJP) ভরাডুবি। ট্যুইটারে (Twitter) আক্রমণ তথাগত রায়ের (Tathagata Roy)। ট্যুইটারে তিনি লেখেন, আজকের পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনে বিপর্যয় একই সঙ্গে প্রত্যাশিত ও অস্বাভাবিক। প্রত্যাশিত, কারণ দলের ছন্নছাড়া অবস্থা। অস্বাভাবিক, কারণ সরকারি দলের তরফে পর্বতপ্রমাণ গুন্ডামি ও কারচুপি ছাড়া এরকম ফল হতে পারে না।"


কার্যত বিরোধীশূন্য করে ৪ পুরসভাতেই জোড়া ফুলের ঝড়। ৪ পুরসভার ২২৬টি ওয়ার্ডের মধ্যে ১৯৮টিই তৃণমূল কংগ্রেসের। 


দেখে নেওয়া যাক পুরসভা-ওয়াড়ি কোথায় দাঁড়িয়ে বিজেপি-



  • বিধাননগর: ৩৯টি ওয়ার্ডে জয়ী তৃণমূল, ১টিতে কংগ্রেস, ১টিতে জয়ী অন্যান্য

  • শিলিগুড়ি: ৩৭টি ওয়ার্ডে জয়ী তৃণমূল, ৫টি ওয়ার্ডে জয়ী বিজেপি

  • শিলিগুড়ি: ৪টি ওয়ার্ডে বামফ্রন্ট, ১টিতে জয়ী কংগ্রেস 

  • আসানসোল: ৯১টি ওয়ার্ডে জয়ী তৃণমূল, ৭টিতে জয়ী বিজেপি

  • আসানসোল: ২টিতে জয়ী বামফ্রন্ট, ৩টিতে জয়ী কংগ্রেস, অন্যান্য-৩

  • চন্দননগর: ৩১টি ওয়ার্ডে জয়ী তৃণমূল, ১টি ওয়ার্ডে জয়ী বামফ্রন্ট


শতাংশের হিসাবে কোথায় দাঁড়িয়ে-



  • বিধাননগর, চন্দননগরে ভোট শতাংশের হিসেবে দ্বিতীয় স্থানে বামফ্রন্ট।

  • আসানসোল, শিলিগুড়িতে ভোট শতাংশের হিসেবে দ্বিতীয় স্থানে বিজেপি।

  • বিধাননগর পুরসভায় ৭৪ শতাংশ ভোট পেল তৃণমূল কংগ্রেস, ১১ শতাংশ ভোট পেল বামফ্রন্ট, ৮ শতাংশ বিজেপি এবং ৩ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস।

  • চন্দননগর পুরসভায় ৫৯ শতাংশ ভোট পেল তৃণমূল, ২৮ শতাংশ ভোট বামফ্রন্টের, ১০ শতাংশ ভোট বিজেপির এবং ১ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস।

  • আসানসোল পুরসভায় ৬৪ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল, ১৭ শতাংশ ভোট বিজেপির, ১১ শতাংশ ভোট বামফ্রন্টের এবং ৪ শতাংশ ভোট কংগ্রেসের

  • শিলিগুড়ি পুরসভায় ৪৭ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, ২৩ শতাংশ ভোট বিজেপির, ১৮ শতাংশ ভোট বামফ্রন্টের এবং ৫ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস।