মুম্বই: নরেন্দ্র মোদির প্রশংসায় সর্বদাই তিনি পঞ্চমুখ। কখনও বলেছেন গণতন্ত্রের সঠিক নেতা মোদি, কখনও বলেছেন তাঁর বিশ্বাসযোগ্যতা প্রশ্নাতীত। গত লোকসভা নির্বাচনের আগেও বলেছেন মোদিরই ফিরে আসা উচিত। রাজনৈতিক জগতের তিনি কেউ নন। কিন্তু বারবার মোদির প্রশংসা করায়, গুণ গাওয়ায় ট্রোলড হতে হল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। কঙ্গনার টিমের তরফে অবশ্য সমালোচকদের কড়া জবাব দেওয়া হয়েছে।


আর কঙ্গনা বলছেন, বিজেপি তাঁকে ভোটে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছিল, তিনিই তা ফিরিয়ে দিয়েছেন। কারণ রাজনীতি তাঁর না-পসন্দ। সমালোচকদের এভাবেই পাল্টা বিঁধেছেন ‘মণিকর্নিকা’-র কঙ্গনা।
অভিনেত্রীর টুইট, ‘মোদিজিকে সমর্থন করছি বলে অনেকে মনে করছেন আমি রাজনীতিতে যোগ দিতে চাই। আমার ঠাকুর্দা ১৫ বছরের কংগ্রেস বিধায়ক ছিলেন। কংগ্রেস থেকে তো বটেই, এমনকী বিজেপিও আমাকে টিকিট দিতে চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। কারণ শিল্পী হিসেবে আমি আমার কাজ নিয়ে ‌থাকতে চাই। রাজনীততে যাওয়ার কোনও ইচ্ছে নেই।’