মুম্বই: কফি উইথ কর্ণে স্বজনপোষণ বা নেপোটিজম নিয়ে কথা বলে মৌমাছির চাকে ঢিল ছুঁড়েছিলেন কঙ্গনা রানাওয়াত। বিদেশে আইফার মঞ্চে তাঁকে সেই মৌমাছির হুলই সহ্য করতে হল।

নিউ ইয়র্কে এ বছরের আইফার সঞ্চালক ছিলেন সেফ আলি খান, বরুণ ধবন ও কর্ণ জোহর। তিনজনেরই বলিউডে পা রাখা বাবা মায়ের সূত্রে। হাসিঠাট্টার ছলে সেই প্রসঙ্গই টেনে তুললেন তাঁরা। বরুণ ঢিসুমের জন্য কমিক রোলে সেরা অভিনেতার পুরস্কার পেলেন। তা নিয়ে সেফ বললেন, তুমি আজ এখানে তোমার বাবা বরুণ ধবনের জন্য। সঙ্গে সঙ্গে বরুণের জবাব, আর তুমি এখানে তোমার মা শর্মিলা ঠাকুরের জন্য। নাক গলালেন কর্ণ জোহরও। তিনিও বললেন, বাবা যশ জোহর না থাকলে তিনিও এই জায়গায় আসতে পারতেন না।



আলোচনাটা যেন এখানেই শেষ না হয় তা নিশ্চিত করেন সেফ, বরুণ ও কর্ণ। কভি খুশি কভি গমের বোলে চুড়িয়া বোলে কঙ্গনা গানটি গেয়ে ওঠেন সেফ ও বরুণ। তাতে আবার কর্ণের উক্তি, কঙ্গনা মুখ না খুললেই ভাল, কঙ্গনা নেহি বোলে তো হি আচ্ছা হ্যায়।

কফি উইথ কর্ণে কঙ্গনা কর্ণ জোহরকে পরিষ্কার বলেন, তিনি বলিউডে স্বজনপোষণের ধারক বাহক। গতকালের ঘটনায় পরিষ্কার, কর্ণ ও বলিউডের অন্যান্য ফিল্মি পরিবারের সে জন্য কঙ্গনার ওপর রাগ এখনও কমেনি।