মুম্বই: কর্ণ জোহরের ছোটপর্দার জনপ্রিয় শো কফি উইথ কর্ণ-এ হাজির হয়েছিলেন ‘রেঙ্গুন’ ছবির অভিনেতা-অভিনেত্রীরা। কিন্তু দর্শকদের কাছে প্রথমেই ধাক্কা লেগেছিল যখন তাঁরা শুনেছিলেন শোয়ে একসঙ্গে হাজির হতে চলেছেন কঙ্গনা রানাউত, শাহিদ কপূর এবং সেফ আলি খান। কারণ, সম্প্রতি শোনা যাচ্ছিল কঙ্গনার সঙ্গে তাঁর সহ-অভিনেতাদের সম্পর্কের সমীকরণ মোটেই ভাল নয়।
চিরকালই ঠোঁটকাটা বলেই পরিচিত কঙ্গনা। কাজেই তাঁর থেকে এই সাক্ষাত্কারে বিস্ফোরক কিছু আশা করা হচ্ছিল। নিজেদের মধ্যে ঠান্ডা লড়াইয়ের কথা শাহিদ-সেফ অস্বীকার করলেও কঙ্গনা স্পষ্ট বলে দেন ইন্ডাস্ট্রিতে কেউ বন্ধু হয় না।
তবে শোয়ে একের পর এক বাউন্সার খেয়েছেন সঞ্চালক কর্ণ স্বয়ং। কঙ্গনা তাঁকে এমনভাবে আক্রমণ করেন যে একসময় গিয়ে বাকরুদ্ধ হয়ে যান কর্ণ।
কঙ্গনা তাঁকে স্পষ্ট বলেন তিনি যদি কোনওদিন আত্মজীবনী লেখেন, তাহলে সেখানে স্বজনপোষণ নিয়ে একটা অধ্যায় হলে কর্ণ হবে তাঁর মূল বিষয়। এমনই না না বিস্ফোরক কথা কর্ণ সম্পর্কে শোয়ে এসে বলেছেন কঙ্গনা।
প্রসঙ্গত, সেফ-শাহিদের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে একসঙ্গে তাঁরা ‘রেঙ্গুন’ ছবির প্রচার করবেন না বলে জানা গিয়েছিল। কিন্তু কঙ্গনা জানিয়েছেন, তাঁরা প্রযোজনা সংস্থার নির্দেশ মেনেই কাজ করবেন। শাহিদের সঙ্গে একসঙ্গে প্রচারও সারবেন কঙ্গনা।
কর্ণের শোয়ে বিস্ফোরক কঙ্গনা, সঞ্চালকের বিরুদ্ধে 'স্বজনপোষণে'র অভিযোগ, নিরুত্তর জোহর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Feb 2017 12:25 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -