মুম্বই: হৃত্বিক-কঙ্গনা বা কঙ্গনা-আদিত্য বিতর্ক অন্তহীন। কোনওভাবেই যেন থামছে না। আক্রমণ পাল্টা আক্রমণের ঝড় চলছেই। ২৪ ঘণ্টা আগেই হৃত্বিক রোশনের আইনজীবী পুরনো ঘা খুঁচিয়ে তুলে কঙ্গনার বিরুদ্ধে নানা বিস্ফোরক সব অভিযোগ তোলেন। এরপর অভিনেত্রী সরাসরি কোনও জবাব না দিলেও, অভিনেতাকে 'স্টকার আঙ্কেল' বা পিছন পিছন আসা কাকু বলে পাল্টা বিঁধলেন কঙ্গনার বোন রঙ্গোলি।
প্রসঙ্গত, গতকালই কঙ্গনার বিরুদ্ধে হৃত্বিকের আনা বেশ কয়েকটি অভিযোগ ভাইরাল হয়ে যায়। সেখানে এমনও দাবি করা হয় কঙ্গনা হৃত্বিকের ওপর লুকিয়ে নজরদারি চালিয়েছেন, যৌন উত্তেজক মেল পাঠিয়েছেন। এরপরই রঙ্গোলি বলেন, কঙ্গনা যদি ইন্ডাস্ট্রিতে না আসতেন, তাহলে যেসময় হৃত্বিকের প্রথম ছবি মুক্তি পেয়েছে, ওই সময় অভিনেত্রীর স্কুলে যাওয়ার কথা। কঙ্গনার মতো অল্পবয়সি, সুন্দরী, প্রতিভাময়ী নায়িকার তাঁর মতো একজন কাকুর প্রেমে পড়ার কোনও প্রয়োজনই নেই। তাঁর পিছন পিছন যাওয়ারও কোনও দরকার নেই।
তারপরই হৃত্বিককে একটি ছোট্ট পরামর্শ দেন রঙ্গোলি। এবার একটু নিজের স্ত্রী-সন্তানের বিষয় নজর দিন। তাঁদের নিয়ে ভাবনাচিন্তা করুন। এছাড়া এই পুরো বিতর্কে সকলেই বুঝতে পেরেছেন কে আসলে স্টকার, তাই মন্তব্য নিস্প্রোয়জন, দাবি কঙ্গনার বোনের।
'উনি কাকু পিছন পিছন আসেন', হৃত্বিককে পাল্টা কটাক্ষ কঙ্গনার বোনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Oct 2017 03:06 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -