মুম্বই: একটি অনুষ্ঠানে এক সাংবাদিকের সঙ্গে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বচসার ঘটনায় ক্ষমা চাইল একতা কপূরের সংস্থা। এন্টারটেইনমেন্ট জার্নালিস্টস গিল্ড অফ ইন্ডিয়া এই ক্ষমাপ্রার্থনাকে স্বাগত জানিয়েছে। তবে একইসঙ্গে কঙ্গনাকে বয়কটের সিদ্ধান্তেও অনড় সংবাদমাধ্যম।
এক বিবৃতিতে এন্টারটেইনমেন্ট জার্নালিস্টস গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘একতা কপূরের সমর্থন এবং সরকারিভাবে তাঁর বক্তব্যের মাধ্যমে ন্যায্য অবস্থান নেওয়া তারিফযোগ্য। তবে আমরা সংবাদমাধ্যমের সব স্তরে কঙ্গনা রানাউতকে বয়কট চালিয়ে যাব।’ কঙ্গনাকে বয়কট করলেও, ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ছবি এবং এই ছবির সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের বয়কট করা হবে না বলে জানিয়েছে গিল্ড।
একতার সংস্থা সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেও, কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল ট্যুইট করে জানিয়ে দিয়েছেন, তাঁর দিদি কোনওভাবেই ক্ষমা চাইবেন না। সাংবাদিক জাস্টিন রাওকে দেশ-বিরোধী বলেও দাবি করেছেন রঙ্গোলি।
ক্ষমা চাইল একতা কপূরের সংস্থা, কঙ্গনাকে বয়কট চালিয়ে যাবে সংবাদমাধ্যম
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jul 2019 07:52 PM (IST)
একতার সংস্থা সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেও, কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল ট্যুইট করে জানিয়ে দিয়েছেন, তাঁর দিদি কোনওভাবেই ক্ষমা চাইবেন না।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -