মুম্বই: বড় পর্দায় নিজের জীবনের ওপর ছবি পরিচালনা করতে চলেছেন কঙ্গনা রানাউত। যদিও, অভিনেত্রীর দাবি, এটা কোনওধরনের ‘আত্মপ্রচার’ নয়। ছবির চিত্রনাট্য লিখেছেন ‘বাহুবলী’ ও ‘মণিকর্ণিকা’-র চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র। খবরে প্রকাশ, চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ছবির শ্যুটিং শুরু হবে। কঙ্গনা বলেন, আমার নিজের জীবনের ওপর নির্মিত ছবিই হবে আমার পরবর্তী পরিচালনা। তবে এটা কোনও প্রচারমূলক ছবি না যেখানে চরিত্রদের সাদা-কালোর মাপকাঠিতে মাপা হবে। উল্টে, অত্যন্ত সততা ও আবেগের সঙ্গে এখানে আমার জীবনের বিভিন্ন সময়ের যাত্রা বয়ান করা হয়েছে।
কঙ্গনা জানান, তাঁর চারপাশে এমনও কিছু মানুষ আছেন, যাঁরা কখনই তাঁকে বিচার করেননি। উল্টে, তিনি যেমন, তেমনই তাঁকে গ্রহণ করেছেন। বলেন, এসব মানুষ আমাকে শক্তি দেন। কঙ্গনার দাবি, প্রায় তিনমাস আগে অভিনেত্রীর জীবন নিয়ে একটি গল্প লেখার ইচ্ছাপ্রকাশ করেন বিজয়েন্দ্র। কঙ্গনাকে অনুরোধ করে বিজয়েন্দ্র জানান, সেই গল্প লেখার সুযোগ যেন তাঁকেই দেওয়া হয়। কঙ্গনা মনে করিয়ে দেন, ছবিতে তাঁর জীবনের বিভিন্ন ঘটনাবলি দেখানো হবে। তবে, কারও নাম প্রকাশ করা হবে না।