কলকাতা: ধারাবাহিকের গল্প জুড়ে এক মেয়ের বিয়ের পরে পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার গল্প। নতুন বিয়ের পরে, শ্বশুরবাড়ি গিয়ে নতুন পরিস্থিতি, পরিবেশ, নতুন মানুষদের সঙ্গে মানিয়ে নেওয়ার গল্পই বলে ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'। সোশ্যাল মিডিয়ায় হামেশাই চোখে পড়ে এই ধারাবাহিকের বিভিন্ন ক্লিপিংস। কিন্তু, ধারাবাহিকের আসন্ন এপিসোডের ঝলক প্রকাশ্যে আসতেই চূড়ান্ত ট্রোলিং, বিতর্কের মুখে ধারাবাহিক!
ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'-র মুখ্যচরিত্রে দেখা যাচ্ছে মানালি দে (Manali De)-কে। তাঁর বিবাহ এবং তারপরে নতুন শ্বশুরবাড়ির ঘটনাপ্রবাহ, শাশুড়ি রীতা দত্ত চক্রবর্তী (Rita Dutta Chakraborty)-র সঙ্গে তাঁর দ্বৈরথ, এই নিয়েই এগিয়ে যাচ্ছে ধারাবাহিকের গল্প। মানালির গায়ের রঙ নিয়ে শ্বশুরবাড়িতে খোঁটা শোনা, বাবার বাড়িকে অপমান করা, এই সমস্ত দৃশ্য নিয়ে এর আগেই বিতর্ক হয়েছিল। তবে নতুন আপডেটে, সেই বিতর্ক উঠেছে চরমে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া হয়েছে ধারাবাহিকে মানালি ওরফে ধারাবাহিকের শিমুুলের ফুলসজ্জার দিনের ঘটনা। ফুলশয্যার দিনে শাশুড়ি এসে তাঁর ছেলের সঙ্গে খাটে শুয়ে পড়েন কোনও কারণে। আর নায়িকা শিমুলকে শুতে হয় সোফায়। এই ছবি সামনে আসতেই অনুরাগীরা প্রশ্ন তুলেছেন ধারাবাহিকের রুচি নিয়ে।
এক অনুরাগী লিখেছেন, 'ফুলসজ্জার খাটে মায়ের সঙ্গে ছেলে! সমাজ কোন দিকে যাচ্ছে? কেন এমন জঘন্য রুচির ধারাবাহিক প্রচার করা হচ্ছে! অনেকে আবার বলেছেন, 'এই ধরনের ধারাবাহিকের সম্প্রচার বন্ধ করা উচিত। এত নেতিবাচক ভাবনা, কাজ সমাজে ছড়িয়ে দেওয়ার পরিণতি কখনও ভাল হতে পারে না। ধারাবাহিক একটা নোংরামির আঁতুড়ঘর হয়ে দাঁড়িয়েছে।' অনেক অনুরাগী আবার লিখেছেন, 'মা ও ছেলের পবিত্র সম্পর্ককে নোংরামিতে পরিণত করা হচ্ছে।'
এই সমস্ত ট্রোলিং নিয়ে অবশ্য ধারাবাহিকের তরফ থেকে কোনও বার্তা আসেনি। এখনও পর্যন্ত এই ধারাবাহিকের এপিসোড সম্প্রচারিত ও হয়নি। তবে এই বিতর্ক থেকে গল্পের মোড় বদলায় কি না সেই উত্তরই দেবে সময়। এই ধারাবাহিকে মানালি ও রীতা ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, স্নেহা, মানালি দে (Manali Dey), বাসবদত্তা চট্টোপাধ্যায় (Bashabdutta Chatterjee), কুয়াশা বিশ্বাস (Kuasha Biswas) ও সৃজনী মিত্র (Srijani Mitra)
আরও পড়ুন: Gadar 2: আজ মুক্তি পাচ্ছে 'গদর ২'-র ট্রেলার, অনুষ্ঠানে দেখা মিলবে আমিশা পটেলের?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন