কলকাতা: তিনি সবসময়েই ভালবাসেন অনুরাগীদের চমকে দিতে। বলিউডের এই চরিত্র যতই বিতর্কিত হোন না কেন.. তাঁর ছবি-ঘোষণার জন্য যে সবাই কার্যত অপেক্ষা করে বসে থাকেন, একথা অস্বীকার করা যায় না। তবে তাঁর সদ্য করা পোস্ট মোড়া রইল রহস্যে। এ কি নতুন ছবির ঘোষণা? নাকি নয়?
বিষয়টা একটু খুলে বলা যাক। সোশ্যাল মিডিয়ায় সদ্য একটি পোস্ট করেছেন পরিচালক-প্রযোজক কর্ণ জোহর (Karan Johar)। সাদা কালো সেই পোস্টে বড় বড় করে প্রথমেই লেখা রয়েছে... 'এটা কোনও ছবির ঘোষণা নয়'। এর নীচেই খুদে খুদে হরফে লেখা অনেকগুলো কথা। রহস্য করে কর্ণ লিখছেন...
'আবার হতেও পারে এটা কোনও ছবির ঘোষণা.. তবে সেটা আপনাদের সাহায্যে। আমরা গত কয়েক বছর ধরে এই ছবিটার শ্যুটিং করছি, তবে এই সিনেমা সংক্রান্ত সমস্ত খবরই গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। এমনকি আমরা যে কলাকুশলীদের নিয়ে শ্যুটিং করছি, তাঁদেরও এই ছবিটা নিয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। আমাদের নতুন পরিচালকের তেমনটাই সিদ্ধান্ত ছিল। আপনাদের কিছু কিছু সংকেত দেওয়া যাক..'
'এই ছবিতে একজন দক্ষিণী তারকা অভিনয় করছেন যিনি সদ্য সদ্য একটি প্যান ইন্ডিয়া ছবিতে অভিনয় করেছেন।'
'একজন ভীষণ জনপ্রিয় অভিনেত্রী, তাঁর এনার্জি, আবেগ, অভিনয় দক্ষতা সমস্ত কিছু দিয়ে আমাদের আবার মুগ্ধ করতে আসছেন।'
'একজন ঐতিহ্যশালী অভিনেতা তাঁর ডেবিউ করার জন্য উদয়াস্ত খাটছে। তাঁর নামের সঙ্গে এন শব্দটার যোগাযোগ রয়েছে।'
ছবিটা তৈরি হয়ে গিয়েছে। আমরা খুব তাড়াতাড়িই ছবিটি মুক্তি করতে প্রস্তুত। যদি এই ছবির নাম আর অভিনেতা অভিনেত্রীদের নাম সঠিকভাবে কেউ আন্দাজ করতে পারেন, তাহলে তাঁকে এই ছবির ঝলক দেখাতে অবশ্যই তাঁদের আমন্ত্রণ করব।'
এই পোস্ট কার্যত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকের মন্তব্যেই ঘুরে ফিরে আসে বেশ কয়েকটা নাম। অনেকেই লিখেছে, প্রথম ব্যক্তি, যিনি প্যান ইন্ডিয়া ছবিতে কাজ করেছেন তিনি হলেন পৃথ্বীরাজ সুকুমারণ। জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় বেশিরভাগ মানুষই লিখেছেন কাজলের (Kajol) নাম। অনেকে আবার তুলে ধরেছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-এর নামও। তৃতীয় নতুন অভিনেতা হিসেবে প্রায় সবাই লিখেছেন ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan)-এর নাম।
রহস্য মোড়া এই পোস্টের উত্তর জানে কেবলমাত্র কর্ণ জোহরই (Karan Johar)।
আরও পড়ুন: Dev: ৪০ পেরিয়ে 'প্রাপ্তবয়স্ক' হলেন দেব, ফিরে দেখলেন তাঁর 'অগ্নিশপথ'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।