কলকাতা: 'হ্যালো সবাইকে.... অবশেষে আমি প্রাপ্তবয়স্ক হলাম....'। এই কথা যিনি লিখছেন, তাঁর বয়স তো ৪০ পেরিয়ে গিয়েছে। তাহলে? আসলে তাঁর বয়স নয়, পায়ে পায়ে টলিউডে তিনি পার করে দিলেন ১৮ বছর। সোশ্যাল মিডিয়ায় নিজের অভিনীত প্রথম ছবির পোস্টার শেয়ার করে আবেগপ্রবণ হলেন দেব (Dev)। 


সোশ্যাল মিডিয়ায় দেব শেয়ার করে নিয়েছেন 'অগ্নিশপথ' (Agni Sapath)-এর পোস্টার। সেই ছবি শেয়ার করে দেব লিখেছেন, 'হ্যালো সবাইকে.. অবশেষে আমি প্রাপ্তবয়স্ক হলাম। ইন্ডাস্ট্রিতে পার করলাম ১৮ বছর। এত বছর ধরে আপনাদের ভালবাসা, স্নেহ, সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি জানি এটা প্রত্যেক বছর সম্ভব নয়, তবে এই বছর আমি আপনাদের জন্য একটা চমক এনেছি.. দেখুন তো...'


এর পরের পোস্টেই দেব জানিয়েছেন তাঁর নতুন ছবি নিয়ে নতুন খবর। সোশ্যাল মিডিয়ায় আজ দেবের নতুন ছবির একটি মোশন পোস্টার শেয়ার করা হয়েছে। সেখানে দেব নেই, রয়েছেন যীশু। এর আগে, দেবের যে মোশন পোস্টার শেয়ার করা হয়েছিল, সেখানে তাঁর হাতে ছিল কুঠার। একই ধাঁচের পোস্টার শেয়ার করে নেওয়া হয়েছে যীশুর ক্ষেত্রেও। তবে কুঠার নয়, যীশুর হাতে রয়েছে ঢোল। লম্বা চুল, ধুতি আর ফতুয়ায় তাঁর লুক এক্কেবারে অন্যরকম।


মোশন পোস্টারে লেখা হয়েছে একটি সংলাপ। সেটি হল, 'কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি, দোস্তোর জন্য জান দিতেও পারি, লিতেও পারি'। এর সঙ্গে লেখা হয়েছে, প্রিয় যীশু সেনগুপ্তকে আমন্ত্রণ জানাই এই ছবিতে।' স্পষ্ট.. যে এই ছবিতে দেবের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে যীশু সেনগুপ্তকে। সম্ভবত, যীশু সেনগুপ্তকে দেখা যাবে দেবের বন্ধুর চরিত্রে। প্রসঙ্গত, শোনা যাচ্ছে, এই ছবির নায়িকার ভূমিকায় অভিনয় করবেন ইধিকা পাল (Idhika Pal)। তবে এখনও তাঁর লুক প্রকাশ্যে আসেনি। শোনা যাচ্ছে, বিশেষ চরিত্রে দেখা যেতে পারে অঙ্কুশ হাজরা (Ankush Hazra)-কেও। এই ছবিতে, দেবের বিপরীতে অভিনয় করবেন বরখা বিশত (Barkha Bisht)।


 






আরও পড়ুন: Priyanka Sarkar: শ্যুটিং থেকে ছুটি নিয়ে সোনাঝুরির আমেজ মাখছেন প্রিয়ঙ্কা, সঙ্গী শুধুই সহজ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।