কলকাতা: শীর্ণকায় চেহারা, ওজন কমছে দিনে দিনে, অনুরাগীরা উদ্বিগ্ন পরিচালক প্রযোজক কর্ণ জোহর (Karan Johar)-কে নিয়ে। অবশেষে ওজন কমা নিয়ে মুখ খুললেন পরিচালক প্রযোজক। অনুরাগীদের প্রশ্ন ছিল, তিনি কি অসুস্থ? কর্ণ জানিয়েছেন, তিনি অসুস্থ নয়, স্ব ইচ্ছাতেই তিনি ওজন কমিয়েছেন। বিশেষ পদ্ধতি মেনেই ওজন কমাচ্ছেন তিনি। সদ্য একটি সাক্ষাৎকারে সেই কথা প্রকাশ্যে এনেছেন তিনি।

কর্ণ জোহর জানিয়েছেন, তিনি কোনও ওষুধের মাধ্যমে রোগা হননি। বিশেষ কোনও ট্রিটমেন্ট ও করাননি। তিনি কড়া শরীরচর্চা করেই রোগা হয়েছেন। সেটাই তিনি চেয়েছিলেন। কর্ণের কথায়, 'আমি শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে চেয়েছিলাম। আমি এত খুশি আগে কখনও থাকিনি। আমি এখন একেবারে সঠিক পদ্ধতিতে ওজন কমিয়েছি। কড়া শরীরচর্চা করে। কর্ণ জানিয়েছেন তিনি দিনে মাত্র ১ বার খাবার খান। শরীরচর্চা করেন, সাঁতার কাটেন নিয়মিতভাবে। সেই কারণেই তিনি ওজন ঝরাতে পেরেছেন। তিনি সুস্থ আছেন, একেবারেই অসুস্থ নন।

এর আগেও ওজন হ্রাস নিয়ে মুখ খোলেন কর্ণ। বলেছিলেন, তিনি স্বাস্থ্যের দিকে নজর রাখছেন। স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন। তিনি চান ফিট থাকতে। আর সেই কারণেই তিনি এখন বিশ্বাস করতে শুরু করেছেন, জীবন মানেই সুস্থাস্থ্যের অধিকারী হওয়া আর সঠিক খাবার খাওয়া। ভাল দেখানোর জন্য যা যা করা প্রয়োজন, সবকিছুই নাকি করছেন তিনি। অর্থাৎ, কেবল মাত্র জিভে লাগাম লাগিয়ে ও শরীরচর্চা করেই কর্ণ এভাবে ওজন কমিয়ে ফেলেছেন। তিনি সুস্থ আছে। একেবারেই অসুস্থ নন। এরপরেও তাঁর দিকে প্রশ্ন ধেয়ে আসে যে শুধুই কী ডায়েট আর শরীরচর্চা করেই এতটা ওজন কমিয়েছেন কর্ণ? নাকি এর আড়ালে রয়েছে অস্ত্রোপচার? সেই সময়ে অবশ্য এই উত্তর এড়িয়ে গিয়েছিলেন কর্ণ। পরে তিনি জানান, কোনও অস্ত্রোপচার নয়, একেবারে স্বাভাবিক পদ্ধতিতেই রোগা হয়েছেন তিনি। 

সদ্য সোশ্যাল মিডিয়ায় কর্ণ জানিয়েছেন, তিনি নাকি কোনও মানুষ নয়, ইনস্টাগ্রামের সঙ্গে প্রেম করছেন। সে নাকি কর্ণের সমস্ত কথা শোনে। যাতে কর্ণ নিজের স্বপ্নকে সফল করতে পারে, সবসময় সেইদিকে নজর রাখে। এমনকি মাঝেমধ্যে কর্ণের বিলও নাকি মিটিয়ে দেয়। এমন কাউকে নাকি ভাল না বেসে পারা যায় না। তবে কর্ণের এই কথা শুনে নাকি হতাশ হয়েছেন তাঁর অনুরাগীরা। অনেকেই মনে করেছিলেন, কর্ণের জীবনে এবার সত্যিই কেউ এসেছে। তাঁর সঙ্গেই বোধহয় সম্পর্কে জড়িয়েছেন কর্ণ। তবে তা নয়, কর্ণ নিছকই মজা করেছেন।