কলকাতা: প্রেক্ষাগৃহে দর্শক টানতে এবার নতুন পদক্ষেপ ধর্ম প্রযোজনা সংস্থার। ছবি মুক্তির আগের দিন সাংবাদিক ও তারকাদের জন্য প্রিমিয়ারের চল বন্ধ করতে চলেছে ধর্ম প্রযোজনা সংস্থা। সদ্য সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে প্রযোজনা সংস্থার সিইও অপূর্ব মেহতা ও কর্ণ জোহর। দুজনেই জানিয়েছেন, সাংবাদিকদের জন্য আলাদা ছবি দেখার ব্যবস্থা থাকবে তবে উভয়েই বিষয়টির গুরুত্ব বুঝে সহযোগীতা করবেন। তবে কর্ণের এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরতেই বিভিন্ন গুঞ্জন, অনেকেই মনে করছেন.. তারকাখচিত প্রিমিয়ার ব্যয়বহুল বলেই খরচে রাশ টানতে চাইছে ধর্ম প্রযোজনা সংস্থা। 


ধর্ম প্রযোজনা সংস্থার গত কয়েকটা ছবি একেবারেই লাভের মুখ দেখেনি। আর সেই কারণেই টান পড়েছে প্রযোজনা সংস্থার ভাঁড়ারে। সেই কারণেই তারকাখচিত প্রিমিয়ারের খরচ টানতে নারাজ ধর্ম প্রযোজনা সংস্থা। যদিও কর্ণের মত, ছবি মুক্তির আগেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ছে অনেক রকম মতামত। সেই কারণেই অনেকে প্রেক্ষাগৃহে এসে ছবি দেখছেন না. তাই হলে দর্শক টানার জন্যই এই পন্থা অবলম্বন করতে চায় ধর্ম প্রযোজনা সংস্থা। 


সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই এসেছে বিভিন্ন মতামত। বেশ কিছুদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল ধর্ম প্রযোজনা সংস্থার একটি বড় অংশের শেয়ার নাকি বিক্রি হতে চলেছে। কে এই সংস্থার শেয়ার কিনতে চলেছে সেই নাম এখনও প্রকাশ্যে আসেনি। তবে শোনা যাচ্ছে সঞ্জয় গোয়েঙ্কা এই কোম্পানির শেয়ার কিনতে পারেন। দীর্ঘ কয়েক বছর ধরে এই সংস্থার কোনও ছবিই বাজারে তেমন চলেনি। আর সেই কারণেই এই সংস্থার শেয়ার বিক্রি করতে চলেছেন তাঁরা।


কর্ণের প্রযোজনা সংস্থা জানাচ্ছে, সাংবাদিকদের ছবিটা দেখা প্রয়োজন রিভিউ লেখার স্বার্থে। তাই যেদিন ছবি মুক্তি পাচ্ছে, সেইদিন ফার্স্ট হাফে ছবিটি দেখার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে সাংবাদিকদের জন্য। এতে রিভিউ লেখারও সুবিধা হবে। তবে প্রি-রিলিজ কোনও স্ক্রিনিং হবে না বলেই জানিয়েছেন তাঁরা। তবে এই কথা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মতামত দেখা গিয়েছে। এবার তাঁরা এই সিদ্ধান্তেই অনড় থাকেন কি না সেটাই দেখার। 




আরও পড়ুন:  Mimi Chakraborty: পুজো শুরু মিমির, আবাসনের দুর্গোৎসবে নায়িকা যেন ঘরের মেয়ে


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।