মুম্বই: ২০১৯ সালে তাঁর বিরুদ্ধে মাদক পার্টি দেওয়ার অভিযোগ উঠেছিল । সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput)-এর মৃত্যুর ঘটনায় তখন অনেকেউ ক্ষুব্ধ । সেইময় তাঁর বাড়ির একটি ঘরোয়া পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় । সেই পার্টিতে একা ছিলেন না তিনি। হাজির ছিলেন বলিউডের অনেক প্রথম সারির তারকারা । আর সেখানেই প্রকাশ পেয়ে যায় মাদক নেওয়ার সেই বিতর্কিত ভিডিও । তবে পরবর্তীকালে বার বার ওই পার্টিতে থাকা সমস্ত ব্যক্তিই স্বীকার করে নিয়েছেন, ওইদিন ড্রাগ নেননি তাঁরা । 


সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে প্রকাশ্যে এসেছিল বলিউডের মাদকযোগ। ভাইরাল হয়েছিল পরিচালক কর্ণ জোহর (Karan Johar)-এর বাড়ির একটি ভিডিও । সেখানে দেখা গিয়েছিল, রণবীর কপূর (Ranbir Kapoor), ভিকি কৌশল (Vicky Kaushal), দিপীকা পাড়ুকোন (Deepika Padukone), বরুণ ধবন (Varun Dhawan). মালাইকা অরোরা (Malaika Arora), অর্জুন কপূর (Arjun Kapoor) ও অন্যন্যদের । পরবর্তীকালে প্রত্যেক তারকাই ড্রাগ নেওয়ার কথা অস্বীকার করেন । 


গত শুক্রবার মুম্বইতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau) বা এনসিবি (NCB) অভিনেতা ক্ষিতিজ প্রসাদের মুম্বইয়ের বাড়ি থেকে মাদক উদ্ধার করে । অভিযোগ, কর্ণের প্রযোজনা সংস্থাতেই কাজ করতেন এই ক্ষিতিজ । এরপরেই অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে কর্ণ জানান, ক্ষিতিজের সঙ্গে তার পরিচয় নেই । তিনি তাঁর প্রযোজনা সংস্থায় একটি বিশেষ প্রোজেক্টের জন্য কাজ করতে এসেছিলেন বটে , কিন্তু পরবর্তীকালে সেই প্রোজেক্ট আর হয়নি । বিভিন্ন কারণে তা আটকে যায় । 


আরও পড়ুন: Karnasubarner Guptodhon Trailer: গুপ্তধনের সন্ধানে ফের আবির, ইশা, অর্জুন, বাধা দিচ্ছেন সৌরভ!


কর্ণ আরও জানান, তিনি নিজে কোনওরকম মাদন নেন না । তিনি মাদক পার্টিও দেননি । সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে তাঁর বিরুদ্ধে বলিউডের মাদকচক্রে যুক্ত থাকার যে অভিযোগ উঠেছিল তা ভিত্তিহীন । তিনি এও লেখেন, কোনওরকম মাদক সেবনকেই তিনি উৎসাহ দেন না । নিজের এই স্টেটমেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কর্ণ।


প্রসঙ্গত, ২০১৯ সালের এই ভিডিও প্রকাশ্যে আসার পরে এনসিবি তলব করেছিল দিপীকা পাড়ুকোনকে। তলব করা হয়েছিল রকুলপ্রীত সিংহ (Rakul Preeth Singh)-কে। কিন্তু মাদক নেওয়ার কথা অস্বীকার করেছেন দুজনেই।