কলকাতা: 'তুমি কি আবার গুপ্তধনের সন্ধানে যাচ্ছো?' ট্রেলার শুরু শিশু গলায় এই সহজ প্রশ্ন দিয়ে। যেন প্রথমেই বুঝিয়ে দেওয়া হয়, এই ছবি ছোটদের কথা ভেবেই তৈরি। তবে কেবল ছোট নয়, যে ছবিতে গুপ্তধনের রহস্যভেদ রয়েছে, সেই ছবি যে আট থেকে আশিকে আকর্ষণ করবে সেটাই তো স্বাভাবিক। 

Continues below advertisement

মুক্তি পেল সোনাদা ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি 'কর্ণসুবর্ণের গুপ্তধন' (Karnasubarner Guptodhon)-এর ট্রেলার। চলতি বছরের ৩০ তারিখ, পুজোর মুখে মুক্তি পাবে এই ছবি। সদ্য মুক্তি পাওয়া ট্রেলারে সোনাদা ওরফে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-র গলায় শোনা গেল বাংলার সংস্কৃতির কথা। ঠিক এই কথাই তো বলেছিলেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee)।

'কর্ণসুবর্ণের গুপ্তধন' নিয়ে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে ধ্রুব জানিয়েছিলেন, নিছক একটি গুপ্তধন উদ্ধার বা রহস্যভেদের গল্প নয়, সোনাদা ফ্র্যাঞ্চাইজির মধ্যে দিয়ে তিনি তুলে ধরতে চান বাংলার বিভিন্ন সংস্কৃতি ও বিভিন্ন জায়গাকে। তিনি জানিয়েছিলেন, সোনাদার বিভিন্ন অভিযানকে বাংলায় সীমাবদ্ধ রাখার ইচ্ছা রয়েছে তাঁর।

Continues below advertisement

আরও পড়ুন: Anushka Sharma: পার্কে গিয়ে এ কী করছেন অনুষ্কা শর্মা! ছবি ভাইরাল মুহূর্তে 

এই প্রথম সোনাদা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হলেন অভিনেতা সৌরভ দাস (Saurav Das)। এই ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন তিনি। ট্রেলারে দেখা মিলল তাঁর।

আগের সমস্ত ছবির মতোই এই ছবিতে দেখা যাবে আবির ও ঝিনুক অর্থাৎ ইশা সাহা (Ishaa Saha) ও অর্জুন চক্রবর্তী (Arjun CHakraborty)-র জুটিকে। ৩০ তারিখ অন্য সমস্ত ছবির সঙ্গে সোনাদার অপেক্ষায় রয়েছেন সোনাদা অনুরাগীরা।