কলকাতা: বলিউডে বদনাম রয়েছে, তিনি নাকি কেবলমাত্র তারকা সন্তানদেরই পাশে দাঁড়ান । কেবলমাত্র তারকা সন্তানদের নিয়েই ছবি করেন তিনি । আর এবার, সদ্য মুক্তি পাওয়া ছবি 'সাঁইয়ারা' (Saiyaara)-র প্রশংসা করলেন ট্রোলড হলেন কর্ণ জোহর (Karan Johar) । যদিও, অহন পাণ্ডে (Ahaan Panday) ও অনীত পাড্ডা (Aneet Padda) অভিনীত এই সিনেমার প্রশংসা করছেন অনেকেই, তবে কর্ণ এই ছবির প্রশংসা করতেই, তাঁর দিকে ধেয়ে এল কটাক্ষ । সোশ্য়াল মিডিয়ায় তিনি এই সিনেমা নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছিলেন তিনি । আর তারপরেই তাঁর দিকে ধেয়ে আসে কটাক্ষ । তবে এই ট্রোলিংয়ের পাল্টা জবাবও দিয়েছেন কর্ণ ।
'সাঁইয়ারা'-র প্রশংসা করে কী লিখলেন কর্ণ?
মোহিত সুরি পরিচালিত এই সিনেমা মুক্তি পেয়েছিল ১৮ জুলাই । মুক্তির পর থেকেই এই সিনেমা প্রশংসা পাচ্ছে । কর্ণ জোহর তাঁর পোস্টে মোহিত সুরির কাজের প্রশংসা করেছেন । পাশাপাশি প্রশংসা করেছেন অহন আর অনীতেরও । কর্ণ লিখেছেন, 'মনে নেই, একটা ছবি দেখার পরে শেষ কবে এইরকম অনুভূতি হয়েছে । চোখে জল আসছে, সেই সঙ্গে মনে অসম্ভব আনন্দও হচ্ছে । রুপোলি পর্দায় ফের প্রেমের গল্প দাপটের সঙ্গে রাজত্ব করছে এবং দেশ আবার প্রেমে পড়ছে, এটা দেখেই আনন্দ হচ্ছে । যশ রাজ এমন একটা ছবি এনেছে দেখে গর্ব হচ্ছে ।'
আর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই কটাক্ষ ধেয়ে আসে কর্ণের দিকে । সোশ্যাল মিডিয়ায় বলা হয়, 'এসে গিয়েছে নেপোকিডদের দাইজান' । আর এই মন্তব্য শুনেই রেগে যান কর্ণ । পাল্টা তিনি বলেন, 'চুপ কর । ঘরে বসে নেতিবাচকতা তৈরি না করে বাচ্চাদুটোর কাজ দেখ । বাচ্চা দুটোর কাজ দেখ । আর নিজেরাও কিছু করার চেষ্টা কর ।' পাশাপাশি কর্ণ পরিচালকেরও প্রশংসা করেছেন । অহন আর অনীতের জন্য কর্ণ আরও লিখেছেন, 'দুর্দান্ত সূচনা । আমার হৃদয় ভেঙে গিয়েছে । পাশাপাশি পরিচালক হিসেবে উৎসাহ ও পেয়েছি । তোমরা দুজনেই অসাধারণ ।' পাশাপাশি, কর্ণ উল্লেখ করেছেন, এই ছবির মিউজিক ও তাঁকে মুগ্ধ করেছে ।