মুম্বই: সালটা ২০১৯। তিন বছর আগে কর্ণ জোহরের (Karan Johar) বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি নিজের বাড়িতে আয়োজন করা পার্টিতে বিপুল পরিমাণে মাদকের ব্যবস্থাও রেখেছিলেন। শুধু তাই নয়, সেখানে উপস্থিত বি টাউনের তারকারা মাদক (Drug) সেবন করেছিলেন। তাঁর বিরুদ্ধে ওঠা সেই অভিযোগের প্রেক্ষিতে অবশেষে মুখ খুললেন কর্ণ। সেই সংক্রান্ত বিষয়ে নিয়ের বিবৃতিও দিয়েছেন। সে সময় শোনা যায়, কর্ণ জোহরের বাড়িয়ে আয়োজিত সেই পার্টিতে মাদক সেবন করেছিলেন রণবীর কপূর, ভিকি কৌশল, দীপিকা পাড়ুকোন, মালাইকা অরোরা, অর্জুন কপূর এবং বলিউডের আরও অনেক তারকা। 


পার্টিতে মাদক সেবনের অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্ণ জোহরের বিবৃতি-


সম্প্রতি ক্ষিতিজ প্রসাদ নামে এক ব্যক্তি মাদক কাণ্ডে আটক হয়েছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) প্রথমে তাকে আটক করে জেরা করে, তারপর তাকে গ্রেফতার করে। সূত্রে খবর, ওই ব্যক্তির মুম্বইয়ের বাড়ি থেকে বিপুল পরিমাণে মাদক বাজেয়াপ্ত করেছে এনসিবি। ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগের কথাও অস্বীকার করেন কর্ণ জোহর। নিজের বিবৃতিতে তিনি জানিয়েছেন যে, তিনি ওই ব্যক্তিকে ব্যক্তিগতভাবে চেনেন না। কর্ণ বলেন, 'মাননীয় ক্ষিতিজ রবি প্রসাদ ধর্মাটিক এন্টারটেনমেন্টের (ধর্ম প্রোডাকশনসেরই অন্তর্গত একটি সংস্থা) একটি প্রোজেক্টে একজিকিউটিভ প্রোডিউসর হিসেবে যোগ দিয়েছিলেন। ২০১৯ সালের নভেম্বরে তিনি কনট্র্যাক্টের ভিত্তিতে যোগ দিয়েছিলেন। কিন্তু সেই প্রোজেক্ট বাস্তবায়িত হয়নি।'


আরও পড়ুন - Kriti Sanon: সদ্য পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, অভিজ্ঞতা জানালেন কৃতী শ্যানন


'কুছ কুছ হোতা হ্যায়' পরিচালক কর্ণ জোহর জানাচ্ছেন যে, তিনি নিজে মাদক সেবন করেন না। এবং মাদক সেবনের কোনও প্রচারও করেন না। কর্ণ বলছেন, 'বর্তমানে আমার বিরুদ্ধে যে ভিত্তিহীন অভিযোগগুলি রটানো হচ্ছে, সেগুলি সম্পূর্ণভাবে মিথ্যে। আমার পার্টিতে কোনও প্রকার মাদক সেবন হয় না। আমি ফের সবাইকে বলতে চাইব যে, কেউ মাদক সেবন করবেন না এবং মাদক সেবনের কোনও প্রচারও করবেন না।' প্রসঙ্গত, এর আগে এই অভিযোগে অভিনেত্রী রকুলপ্রীত সিংহ, দীপিকা পাড়ুকোন, তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশকে জিজ্ঞাসাবাদ করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরই বলিউডের মাদক যোগ নিয়ে তৎপর হয়েছে এনসিবি। পরবর্তীকালে সারা আলি খান, শ্রদ্ধা কপূরকেও জিজ্ঞাসাবাদ করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।