প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ, নদিয়া: এবার পদ পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে। অভিযোগ, করিমপুর ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতির পদ পাইয়ে দিতে স্থানীয় তৃণমূল কর্মী হাসান আলির কাছে ১০ লক্ষ টাকা দাবি করেন করিমপুরের বিধায়ক। অগ্রিম ৭ লক্ষ টাকা দিলেও পদ পাননি, অভিযোগ তৃণমূল কর্মীর। 


এও বলা হয়েছে, টাকা ফেরত চাইলে বিধায়ক মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন বলে অভিযোগ। এরপরেই দলীয় বিধায়কের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন তৃণমূল কর্মী হাসান আলি। মিথ্যা অভিযোগ, দলের একাংশের জড়িত থাকার সম্ভাবনা, দাবি তৃণমূল বিধায়কের। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


করিমপুরের তৃণমূল নেতা হাসান আলি বলেন, "আমাদের ৭৭ নম্বর বিধানসভার বিধায়ক শ্রী বিমলেন্দ সিংহ রায়, এবার আমাকে ব্লক প্রেসিডেন্ট করবে বলে, আমার থেকে ৭ লক্ষ টাকা নেয়।" ব্লক সভাপতি করার প্রতিশ্রুতি দিয়ে ৭ লক্ষ টাকা নিয়েছেন বিধায়ক। করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন দলেরই এক কর্মী।


পঞ্চায়েত ভোটের আগে সংগঠন ঢেলে সাজাতে, ব্লক স্তরের সভাপতি পদে রদবদল করেছে তৃণমূল। নদিয়ার করিমপুর ২ নম্বর ব্লকের সভাপতি করা হয় আরজেল হক মণ্ডলকে। কিন্তু এই পদই তাঁকে দেওয়ার আশ্বাস দিয়ে, বিধায়ক ১০ লক্ষ টাকা চেয়েছিলেন বলে অভিযোগ হাসান আলির। যার মধ্যে ৭ লক্ষ টাকা দিয়েও দেন বলে দাবি করেন, তৃণমূলের এই প্রাক্তন পঞ্চায়েত সদস্য। যদিও পদ মেলেনি। ফেরত পাননি টাকাও।  


আরও পড়ুন, মদ্যপান চলাকালীন বচসা, বন্ধুর গলার নলি কেটে গঙ্গার পাড়ে পুঁতল বন্ধুরাই


হাসান আলি বলেন, "আমি বললাম, এই টাকা কীভাবে নেবেন? উনি বললেন যে, পার্টির শ্রীবৃদ্ধির জন্য, উন্নয়নের জন্য। আমি বললাম ঠিক আছে। আমি ওই টাকাটা দিলাম। কিছুদিন পর যখন ব্লক প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হল, তখন দেখলাম অন্য ব্যক্তি। এবার আমি কিছু দিন পর, দু-একদিন পর স্যরকে ফোন করলাম, এটা তো হয়ে গেল এবার টাকাটা ফেরত দেন। উল্টো-সোজা কথা, মানে ধমকির ব্যবস্থা, টাকাটা দেওয়ার কোনও কথাই নেই।' 


তৃণমূল বিধায়ক অবশ্য এই অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়ে, পাল্টা মামলার হুঁশিয়ারি দিয়েছেন। বিমলেন্দু সিংহ রায় বলেন, "মিথ্যা কথা। উনি যদি এটা প্রমাণ করতে পারেন, তাহলে প্রমাণ করুন, না হলে ওঁর বিরুদ্ধে মামলা করব। অবশ্যই ষড়যন্ত্র, যে ঘটনার সঙ্গে আমার সম্পর্কই নেই, সেই ঘটনা নিয়ে একথা বলছেন কী ভাবে?"