মুম্বই জীবনে একজন সঙ্গীর অভাব অনেক অনুভব করেছেন বলিউডের তারকা পরিচালক - প্রযোজক কর্ণ জোহর (Karan Johar)। যখন তাঁর বয় ৩০ কিংবা ৪০, সে সময়ে সঙ্গীর চাহিদা অনুভব করেছেন। কিন্তু এখন আর সেই অনুভূতি নেই তাঁর। বরং, আরও ভালো করে বললে, দুই সন্তান এবং মা ছাড়া জীবনে আর কাউকে চান না তিনি। সম্প্রতি এক চ্যাট শোয়ে এমনটাই বললেন, 'কুছ কুছ হোতা হ্যায়' পরিচালক। কিন্তু আচমকা কেন এমন অনুভূতি হল তাঁর?
আচমকা কী হল কর্ণ জোহরের?
সম্প্রতি বলিউড অভিনেত্রী টুইঙ্কল খন্নার সঙ্গে এক চ্যাট শোয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলছিলেন কর্ণ জোহর। তিনি জানান যে, একটা সময়ে সম্পর্ক নিয়ে তিনি অনেক জটিলতার মধ্যে দিয়ে কাটিয়েছেন। সেই কঠিন পরিস্থিতিতে তাঁর পাশে ছিলেন বরুণ ধবন। কিন্তু কার সঙ্গে সম্পর্কে ছিলেন কর্ণ, সে সম্পর্কে খোলসা করে কিছু বলেননি। কর্ণ বলেন, 'অনেকগুলো বছর সিঙ্গল থাকার পর আমি এটা অনুভব করেছি যে, আমি এই পরিস্থিতিটার সঙ্গেই মানিয়ে নিয়েছি। দিন রাত এই পরিস্থিতিটার মধ্যেই কাটাতে পারি। নিজেকে মা এবং সন্তানদের একমাত্র সহায় বলে মনে হয়। তাই আমি আর জীবনে কোনও সঙ্গীকে চাই আ। তবে, ওই যে কথায় বলে 'নেভার সে নেভার'। ভবিষ্যতের কথা যতটা আন্দাজ করতে পারি, তাতে এমনটাই মনে হয় নিজের সম্পর্কে।'
প্রসঙ্গত, সদ্য কয়েকদিন আগেই আগামী ছবির ঘোষণা করেন কর্ণ জোহর। তবে, এবার তিনি পরিচালনায়। আর আগামী পরিচালিত ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র ঘোষণা করে তিনি জানান যে, ২০২৩ সালের ফেব্রুয়ারির পরিবর্তে এই ছবি মুক্তি পাবে ২০২৩ সালের ২৮ এপ্রিল। কর্ণ জোহর তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' নতুন মুক্তির দিন (Rocky Aur Rani Ki Prem Kahani New Release Date) পোস্ট করেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে, আগামী বছর অর্থাৎ ২০২৩-এর ২৮ এপ্রিল মুক্তি পাবে এই ছবি। 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র নতুন মুক্তির দিন ঘোষণার আগেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কবিতা পোস্ট করেন কর্ণ। যেখানে তিনি কবিতার মধ্যে দিয়ে ছবির অভিনেতাদের চরিত্র প্রকাশ করেছেন। জানা গিয়েছে এই ছবিতে একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে জয়া বচ্চনকে।