কলকাতা: ২০১৮তে মুক্তিপ্রাপ্ত ছবি 'ধড়ক' সাড়া ফেলেছিল দর্শক মহলে। এই ছবির হাত ধরেই বলিউডের মাটিতে পা রেখেছিলেন জাহ্নবী কপূর ও ঈশান খট্টর। আর এবার আসছে 'ধড়ক' এর সিক্য়ুয়েল 'ধড়ক টু'। বলিউডসূত্রে খবর, এই ছবিতে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি দিমরিকে। কর্ণ জোহরের প্রযোজনায় তৈরি হতে চলেছে এই ছবি। ছবিটি পরিচালনা করবেন নবাগত পরিচালক শাজিয়া ইকবাল। এই ছবিতেও একটি প্রেমের গল্প দেখানো হতে চলেছে। শোনাযাচ্ছে, এই বছরেরই মাঝামাঝি সময় থেকে শুরু হবে ছবির শ্য়ুটিং। 


তবে শ্যুটিং শুরুর আগে ছবির মুখ্য় অভিনেতাদের নিয়ে ওয়ার্কশপ হবে বলে জানা যাচ্ছে।


আরও পড়ুন...


Sonu Sood: 'খুব মিস করি...', বাবার জন্মবার্ষিকীতে আবেগঘন সোনু সুদ


প্রসঙ্গত, গত মাসেই শেষ হয়েছে পরিচালক কর্ণ জোহরের ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবির সঙ্গে দীর্ঘ পোস্টে ধন্যবাদ জানিয়ে সেই খবর জানিয়েছিলে পরিচালক প্রযোজক কর্ণ। এই ছবির হাত ধরে দীর্ঘ ৭ বছর পর পরিচালনায় ফিরছেন কর্ণ।


প্রায় ৭ বছর পর পরিচালনায় ফিরছেন কর্ণ জোহর। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর সিংহ, আলিয়া ভট্ট, ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমিকে। 


এই ছবির সেট থেকে একগুচ্ছ ছবি পোস্ট করে কে জো দীর্ঘ ক্যাপশনে লেখেন, '৭ বছর হয়ে গেল আমার শেষ ছবি পরিচালনার... আমি একটা ছবির সফর শুরু করি যার কাজ আমাকে মাঝপথে বন্ধ করে দিতে হয় একাধিক কারণের জন্য এবং তারপর বাস্তব জীবনের সূত্র ধরেই আমার কাছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র জীবাণুটা আসে (এমন একটা জিনিস যা বাবা আমাকে একবার বলেছিলেন) এবং তারপর আমার সমস্ত সৈনিক আমাকে সাহায্য করে ঠিক আমি আমার সপ্তম কাজটা যেমনটা করতে চেয়েছিলাম তেমন করে তৈরি করতে। শ্রেষ্ঠ টিমের আশীর্বাদ ছিল। ভালবাসায় পরিপূর্ণ এমন একটা টিম যাদের বিদায় জানানো একেবারেই সহজ নয়। কোর টিমের প্রত্যেককে ধন্যবাদ যাঁরা আমার সঙ্গে সমস্ত কঠিন, ভাল পরিস্থিতিতে, কোভিডে এবং খারাপ আবহাওয়ায় থেকেছ... (তোমরা জানো তোমরা কারা এবং তোমাদের আমি ভালবাসি)। বর্ষীয়াণ থেকে বন্ধু, নবাগত থেকে কিংবদন্তি, আমার দুর্দান্ত কাস্ট... অবশেষে গতরানে আমরা র‍্যাপ করেছি!!! আমাদের ভালবাসা, মজা, আনন্দ, পরিবারের এই ফসল আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার তর সইছে না। ২৮ জুলাই ২০২৩... দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে!!'