মুম্বই: জনপ্রিয় দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা পা রাখতে চলেছেন বলিউডে। ধরম প্রোডাকশনসের হাত ধরে 'লাইগার' ছবিতে ডেবিউ হচ্ছে তাঁর। তবে সম্প্রতি এই ছবি সংক্রান্ত একটা বড় ঘোষণা করা হয়েছে। এই ছবিতে কেবলমাত্র বিজয়ের বলিউড ডেবিউ হচ্ছে তাই নয়, একইসঙ্গে বলিউডে পা রাখবেন বক্সিং লেজেন্ড মাইক টাইসন।


কর্ণ জোহর নিজের ট্যুইটার হ্যান্ডলে একটি পোস্ট করে ঘোষণা করেন মার্কিন প্রোফেশনাল বক্সার, যাঁকে এমনিতে সকলে 'দ্য ব্যাডেস্ট ম্যান অন দ্য প্ল্যানেট' বলে চেনেন, তিনিও 'লাইগার' ছবিতে ডেবিউ করবেন। কর্ণ ট্যুইট করে লেখেন, 'এই প্রথমবার, রিংয়ের রাজাকে দেখতে পাওয়া যাবে ভারতীয় সিনেমার পর্দায়! 'লাইগার' টিমে স্বাগত জানাচ্ছি মাইক টাইসনকে।'


 






একই ঘোষণা নিজের ইনস্টাগ্রামে করেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। ক্যাপশনে লেখেন, 'আমরা আপনাদের কথা দিয়েছিলাম। ভারতীয় সিনেমার পর্দায় এই শুরু। আমাদের লাইগারের দলে যোগ দিচ্ছেন বক্সিংয়ের ভগবান, কিংবদন্তী, সর্বকালের সেরা! আয়রন মাইক টাইসন।'


 






স্পোর্টস অ্যাকশন ঘরানার এই ছবিতে বিজয়ের সঙ্গে জুটি বাঁধবেন অনন্যা পাণ্ডে। ছবিটি হিন্দি এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে।