কলকাতা: কাশ্মীরের পহেলগাঁও-তে হামলার পরে সোশ্যাল মিডিয়ায় একটি কবিতা আপলোড করেছিলেন তিনি। আর তার ফলেই ধেয়ে এসেছে চূড়ান্ত কটাক্ষ। ২২ এপ্রিল পহেলগাঁও-তে সন্ত্রাসবাদী হামলার পরে সোশ্যাল মিডিয়ায় অনেক তারকাই প্রতিবাদ জানিয়েছিলেন। আর প্রতিবাদ জানিয়েই বিগ বস ১৮-র বিজেতা কর্ণ বীর মেহরা (Karan Veer Mehra) সোশ্যাল মিডিয়ায় একটি কবিতা আপলোড করেছিলেন। তারপরেই চূড়ান্ত কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। আর এবার, সেই বিষয় নিয়ে মুখ খুললেন কর্ণ বীর। প্রকাশ্যে আনলেন, কেন তিনি কবিতা পাঠ করেছিলেন?

কবিতা পাঠ নিয়ে কর্ণ বীর মেহরার সাফাই

কর্ণ বীর মেহরা তাঁর অবস্থান স্পষ্ট করতে একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছেন। তাঁর কথায়, ঐক্য প্রচার করাই ছিল তাঁর একমাত্র উদ্দেশ্য। অভিনেতা লিখেছেন, "একটা চোখের বিনিময়ে এক চোখ দেওয়া পুরো বিশ্বকে অন্ধ করে দেবে না। শেষ ব্যক্তির কাছে একটা চোখ থাকবে, এবং আমরা সবাই জানি সেই শেষ ব্যক্তি কে হতে পারে। কিন্তু প্রকৃত প্রশ্ন হল, আপনি কি ঘৃণার শৃঙ্খল ভেঙে বিশ্বকে আরও ভালো জায়গা করে তুলতে চান? ঠিক এটাই আমার কবিতার অর্থ।"

তিনি এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি প্রতি আন্তরিক শোক প্রকাশ করে লিখেছেন, "পহেলগাঁও হামলায় প্রাণ হারানোদের পরিবারের প্রতি আমার অন্তরের শোক প্রকাশ করছি। অপরাধীরা যেন তাদের যোগ্য সবচেয়ে কঠোর শাস্তি পায়। আমরা ভীত নই। আমরা ভয় পাই না।" অবশেষে, তিনি অভিনেতা সুনীল শেঠির উক্তিটি পুনরাবৃত্তি করেছেন: "আগলি ছুটি কাশ্মীর মে (পরবর্তী ছুটি কাশ্মীরে হবে)।"

 

সমালোচিত অক্ষয় কুমার

অন্যদিকে, কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় ফুঁসছে গোটা দেশ। গোটা দেশ চাইছে যোগ্য জবাব পাক পাকিস্তান। পহেলগাঁওতে ঝরে গিয়েছে ২৬ টা নিরীহ প্রাণ। বেড়াতে গিয়ে আর নিজেদের ঘরে ফিরে এলেন না ২৫ জন পর্যটক। মূলত হিন্দু পুরুষ পর্যটকদের ওপরেই বেছে বেছে হামলা করেছে জঙ্গিরা। আর সেই ঘটনার আবহেই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার (Akshay Kumar) মাধবন (Madhaban) ও অনন্যা পাণ্ডে (Ananya Pandya) অভিনীত 'কেশরী ২'। আর এই ছবিরই একটি সংলাপ বাস্তবে বলায়, সমালোচনার মুখোমুখি হলেন অক্ষয় কুমার।

সিনেমা মুক্তি পাওয়ার পরে নিয়ম মাফিক বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে ঘুরে দর্শকদের ছবি কেমন লাগছে তা জেনে নিচ্ছেন অক্ষয়। টলিউড থেকে বলিউড, সব জায়গাতেই এই প্রথা চালু রয়েছে। সিনেমার পর্দায় শত্রুদের জন্য একটি বিশেষ ইংরাজি গালিগালাজ ব্যবহার করেছিলেন অক্ষয় কুমার। এদিন প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে কথা বলতে গিয়েও উঠে আসে পহেলগাঁও প্রসঙ্গ। অক্ষয় দর্শকদের বলেন,  ‘দুর্ভাগ্যবশত, আমাদের মনে আবার ক্ষোভ জেগে উঠেছে। আপনারা সবাই বুঝতেই পারছেন, আমি কার কথা বলছি।’ এরপরে অক্ষয় জানান, ছবিতে তিনি শত্রুদের যে কথা বলেছেন, বাস্তবেও তিনি ওই জঙ্গিদের সেই কথাই বলতে চান। এই বলে তিনি বলেন, 'পাকিস্তান তোমাকে....' এরপরেই দর্শকদের দিকে মাইক এগিয়ে দেন। দর্শকেরাই বলে ওঠেন ছবির সংলাপ।