মুম্বই: সদ্য কিছুদিন আগেই করোনা থেকে সেরে উঠেছেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। এখন তাই বাইরে কোথাও বিশেষ ঘুরতে যেতে দেখা যাচ্ছে না বেবোকে। পরিবর্তে পরিবারের সদস্যদের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন। কখনও কুণাল খেমু, সোহা আলি খানের বাড়িতে নিউ ইয়ার পার্টি। কখনও আবার করিশ্মা কপূরের সঙ্গে সময় কাটাচ্ছেন। সম্প্রতি তাঁকে দেখা গেল বাবা রণধীর কপূরের বাড়িতে যেতে। দুই সন্তান তৈমুর আর জেহকে নিয়ে করিনা কপূর খান, করিশ্মা কপূর এবং সেফ আলি খান এদিন গিয়েছিলেন রণধীর কপূরের বাড়ি। স্টাইল আইকন বেবোর পরনে ছিল ব্র্যান্ডেড পোশাক। আর সেই পোশাকের দাম জেনে চোখ কপালে উঠেছে নেট নাগরিকদের।


অভিনয়ের পাশাপাশি স্টাইল স্টেটমেন্টেও নিজের ছাপ বরাবর রেখে যেতে পছন্দ করেন করিনা কপূর খান। করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকাকালীনও তিনি যে নিজেকে স্টাইলিশ রেখেছেন, তা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে টের পাওয়া যাচ্ছিল। সম্প্রতি 'হিরোইন' অভিনেত্রী করিনা কপূর খানকে দেখা গেল সাদা রঙের টপের সঙ্গে ভেলভেটের প্যান্ট পরে ডে আউটে যেতে। সঙ্গে ছিল নামী কোম্পানির ব্যাগও। 


আরও পড়ুন - Mouni Roy: সামনেই সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিয়ে, আগে কোন অভিনেতার সঙ্গে সম্পর্কে ছিলেন মৌনী?


বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, এদিন রণধীর কপূরের বাড়িতে যাওয়ার সময় যে টি শার্ট পরেছেন করিনা কপূর খান, তার দাম ৪৪ হাজার টাকা। এটা শুনেই চোখ কপালে উঠল? তাহলে ব্যাগের দামটাও জেনে নেওয়া যাক। ব্র্যান্ডেড কোম্পানির যে ব্যাগ করিনার হাতে দেখা গিয়েছে, তারও দাম বেশ মোটা অঙ্কের। ব্যাগটির দাম ১ লক্ষ ৯৪ হাজার টাকার মতো। যদিও গ্ল্যামার কুইন করিনা কপূর খানের কাছে এ আর এমন কী! পোশাকের সঙ্গে মানানসই মেকআপে বলি ডিভা নজর কেড়েছেন। 




প্রসঙ্গত, করিনা কপূর খানকে খুব শীঘ্রই দেখা যাবে 'লাল সিং চাড্ডা' ছবিতে। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন আমির খান। জানা যাচ্ছে, আগামী পয়লা বৈশাখেই মুক্তি পাবে এই ছবি। যদিও করোনা পরিস্থিতিতে সিনেমাহল বন্ধের কারণে যেভাবে একের পর এক বলিউড ছবির মুক্তি স্থগিত হয়ে যাচ্ছে, তাতে এখনও পর্যন্ত কোনও পরিচালক কিংবা প্রযোজকই নিশ্চিতভাবে ছবির মুক্তির দিন বলতে পারছেন না।