মুম্বই: সেফ আলি খানের প্রথম পক্ষের কন্যা সারা আলি খানের সঙ্গে করিনা কপূর খানের রসায়নের কথা সকলেরই জানা। কিন্তু অমৃতা সিংহের মেয়ে সেই সারাকে ঘষে মেজে বলিউডের জন্যে কে তৈরি করছেন জানেন? সেফ-এর এপক্ষের স্ত্রীর করিনা কপূর খান।
একথা সকলেরই জানা করিনা সারা আলি খান এবং ইব্রাহিমের সঙ্গে দারুন সম্পর্ক শেয়ার করেন। কিন্তু সারার জীবনের এমন গুরুত্বপূর্ণ অধ্যায়ের শিক্ষিকার দায়িত্বও যে করিনা নেবেন সেকথা সকলের জানা ছিল না।
এমনকি করিনার সন্তান তৈমুরকে নিয়েও মারাত্মক উচ্ছ্বসিত সারা-ইব্রাহিম। করিনার সঙ্গে সারার সম্পর্ক এতটাই স্বাভাবিক যে সেফ তাঁদের সঙ্গে বেরোতেই পছন্দ করেন না। এমনকি করিনার বারে যাওয়ার সঙ্গীও সারা, জানিয়েছেন বেবো। বেবোর কথায় তাঁর দুই প্রিয় বন্ধুর নাম সারা এবং ইব্রাহিম।
তবে সারার বলিউডে প্রত্যাবর্তন হবে কোন নায়কের বিপরীতে সেব্যাপারে এখনও দ্বন্দ্ব কাটেনি। হয়তো সেবিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন করিনা।
সেফ-এর প্রথম পক্ষের মেয়ে সারাকে বলিউডে নামতে টিপস দিচ্ছেন করিনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jan 2017 11:41 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -