Kareena Kapoor Khan: দিনের মধ্যে ৬ ঘণ্টা একে অপরের সঙ্গে মারামারি করে করিনার দুই পুত্র, গল্প শোনালেন বেবো

Kareena Kapoor Khan News: তৈমুর ছোট ছেলে জেহর থেকে কিছুটা বড়। করিনা বলছেন, 'তৈমুর সবসময় জেহকে শাসন করে, এমনকি ওর খেলনা পর্যন্ত নিয়ে নেয়।

Continues below advertisement

কলকাতা: দুই সন্তানকে নিয়ে তাঁর ভরা সংসার। একদিকে যেমন তিনি সামলাচ্ছেন কেরিয়ার, অন্যদিকে পরিবারের অনেক দায়িত্বও হাসিমুখে সামলান তিনি। করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। সম্প্রতি একটি টক শো-তে এসে তাঁর দুই সন্তান, জেহ (Jeh) অর্থাৎ জাহাঙ্গির (Jahangir) ও তৈমুর আলি খান (Taimur Ali Khan)-কে নিয়ে গল্প শোনালেন করিনা। 

Continues below advertisement

তৈমুর ছোট ছেলে জেহর থেকে কিছুটা বড়। করিনা বলছেন, 'তৈমুর সবসময় জেহকে শাসন করে, এমনকি ওর খেলনা পর্যন্ত নিয়ে নেয়। আর জেহ সবসময় ব্যস্ত থাকে নিজের যাবতীয় জিনিস তৈমুরের থেকে বাঁচাতে। তৈমুর সবসময় বলতে থাকে এটা করো না, ওটা করো না। দিনের মধ্যে ৬ ঘণ্টা ওরা মারামারি করেই কাটিয়ে দেয়। আর বাকি ৬ঘণ্টা চলে যায় ওদের দুজনকে আলাদা করতে। তবে ওরা কিন্তু একে অপরকে ভীষণ ভালবাসে। একে অপরকে ছাড়া একেবারেই থাকতে পারে না।'

করিনার ডাক নাম বেবো (Bebo)। ১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর মুম্বইতে জন্ম হয় করিনার। বাবা রণধীর কপূর (Randhir Kapoor) ও মা ববিতা (Bobita)-র কনিষ্ঠ সন্তান করিনা। দিদি করিশ্মা কপূর (Karishma Kapoor)-ও একসময় বলিউডের প্রথম সারির নায়িকা ছিলেন। দাদু রাজ কপূর, করিনার জন্মের পরে তাঁর নাম রেখেছিলেন সিদ্ধিমা। কপূর পরিবারের তরফ থেকে জানা গিয়েছিল, ববিতা যখন অন্তঃসত্তা ছিলেন তখন তিনি একটি বই পড়তেন। তার নাম 'আন্না করিনিনা'। সিদ্ধিমা নাম বদলে, লিও টলস্টয়ের এই বই থেকে অনুপ্রেরণা নিয়েই নাকি করিনা নামের উৎপত্তি। 

'কহো না পেয়ার হ্যায়' (Kaho na Peyaar Hai) ছবির হাত ধরেই বলিউডে পা রাখার কথা ছিল করিনার। বেশ কিছুটা অংশের শ্যুটিংও হয়ে গিয়েছিল। কিন্তু পরিচালক (Rakesh Roshan) ও সেই ছবির হিরো ঋত্বিক রোশন (Hrithik Roshan)-এর সঙ্গে কিছু সমস্যার জন্য ছবি থেকে বাদ পড়তে হয় করিনাকে। তার জায়গায় মুখ্য চরিত্রে অভিনয় করেন আমিশা পটেল (Amisha Patel)। তবে এই একটি নয়... পরিচিতি হওয়ার পরেও, একাধিক সিনেমা করিনার হাত থেকে চলে গিয়েছিল অন্য নায়িকাদের কাছে। 'কল হো না হো' (Kal Ho Na Ho) ছবির জন্য প্রথমে ভাবা হয়েছিল করিনাকে। অথচ অজ্ঞাত কারণে পরবর্তীকালে সেই ছবি চলে যায় প্রীতি জিন্টা (Preeti Zinta)-র কাছে। এমনকি, কঙ্গনা রানাউত (Kangana Ranaut) অভিনীত 'কুইন' (Queen) ছবিটির জন্যও প্রথম পছন্দ ছিলেন করিনাই। স্টারকিড হয়েও, একাধিক বড় ছবি থেকে এভাবেই বাদ পড়েছিলেন তিনি। 

 

আরও পড়ুন: Alia on Ranbir: জন্মদিনে চাই আলিয়ার প্রিয় লন্ডনের মিল্ককেক, সখপূরণ করতে কী করেছিলেন রণবীর?

Continues below advertisement
Sponsored Links by Taboola