কলকাতা: বঙ্গে দুই কপূর-কন্যা (Kapoor Sisters)। ছবির শ্যুটিংয়ের জন্য বাংলায় এসে পৌঁছলেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। অন্যদিকে বুধবার থেকে কলকাতায় শ্যুটিং শুরু করবেন করিশ্মা কপূর (Karisma Kapoor)।


উত্তরবঙ্গে বেবো


পরিচালক সুজয় ঘোষের (Sujoy Ghosh) ছবির শ্যুটিংয়ের জন্য মঙ্গলবার অর্থাৎ আজ মুম্বই থেকে উত্তরবঙ্গে (North Bengal) এসে পৌঁছলেন করিনা কপূর। বাগডোগরা বিমানবন্দরে নামলেন তিনি। দার্জিলিংয়ে চলবে করিনার আগামী ছবির শ্যুটিং।


কলকাতায় লোলো


নেটফ্লিক্সের (Netflix) প্রজেক্ট ‘ব্রাউন’-এর জন্য বুধবার থেকে কলকাতায় শ্যুটিং শুরু করবেন করিশ্মা কপূর। এই কাজে তাঁর সঙ্গে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত, অভিনয় দেও এবং আরিয়ান ভৌমিক। সূত্রের খবর, ৫০ দিন ধরে চলবে এই প্রজেক্টটির শ্যুটিং। 


আরও পড়ুন: Mannat: শাহরুখ খানের বাড়ি মন্নতের পাশের বহুতলে ভয়াবহ আগুন


লোলো-বেবো রহস্য


কপূর পরিবারের দুই কন্যা করিনা কপূর খান ও করিশ্মা কপূর বলিউডে নিজেদের জায়গা তৈরি করে নিয়েছেন বহু বছর আগে। করিনা কপূর খানকে বলিউড ছবিতে নিয়মিত দেখা গেলেও করিশ্মা কপূরকে এখন আর বিশেষ দেখা যায় না। কিন্তু দুই বোনই সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন। কখনও একসঙ্গে কখনও নিজের নিজের ব্যক্তিগত জীবনের ছবি ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন। দুই বোনের ডাকনামও বেশ মজাদার। বেবো (Bebo) আর লোলো (Lolo)। কিন্তু এই নামের মানে কী? এক সাক্ষাৎকারে তা জানান করিনা কপূর খান।


এই দুই মজাদার ডাকনাম সম্পর্কে সাক্ষাৎকারে রহস্য ফাঁস করেন 'হিরোইন' অভিনেত্রী। জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনীশ মলহোত্রর সঙ্গে চ্যাট শোয়ে কথা বলাকালীন করিনা কপূর জানান, তিনিই ছোটবেলায় তাঁদের বাবা-মাকে জানান, তাঁদের দুই বোনকে মজাদার কোনও ডাকনাম দিতে। তারপরই তাঁদের ডাকনাম রাখা হয় বেবো আর লোলো। করিশ্মা কপূরের ডাকনাম লোলো কথার অর্থ সিন্ধিতে লোলি। লোলি আসলে এক ধরনের সিন্ধি মিষ্টির নাম। দিদির লোলো নামের মতো করেই তাঁর নাম রাখা হয় বেবো। এই নামের সঠিক কোনও মানে নেই বলেও জানান করিনা কপূর খান।