কলকাতা: একের পর এক দুর্দান্ত পারফর্মমেন্স দিয়ে নিজেকে বারে বারেই প্রমাণ করেছেন করিনা কপূর খান (Kareena Khapoor Khan)। তবে জানেন কী, এই ছবিটি করার পরে করিনা কপূর ভেবেছিলেন, তিনি সিনেমা থেকে অবসর নিয়ে নেবেন? তাও কোনও নতুন ছবি নয়, নিজের কেরিয়ারের মাত্র ৪টি ছবি করেই করিনা ভেবেছিলেন, তিনি অবসর নিয়ে নেবেন। কিন্তু কেন? কী ছিল সেই ছবি? জেনে নিন


করিনা কপূর শাহরুখ খানের (Shah Rukh Khan) বিপরীতে 'অশোকা' ছবিটিতে অভিনয় করেছিলেন করিনা কপূর। আর সেই ছবিটি দেখার পরে তাঁর মা তাঁকে বলেছিলেন, করিনার এবার উচিত অবসর নিয়ে নেওয়া কারণ এর থেকে ভাল পারফর্মমেন্স তিনি নাকি জীবনে আর কখনও করতে পারবেন না। করিনাও সম্মতি জানিয়েছিলেন এই মন্তব্যে। 'অশোকা' ছবিটির পরে প্রভূত প্রশংসা পান করিনা কপূর। এই ছবিতে শাহরুখের খানের সঙ্গে তাঁর রসায়ন বেশ প্রশংসিত হয়। আর সেই ছবিটি দেখেই করিনার মা এই ধরণের মন্তব্য করেছিলেন। 


তবে সত্যি সত্যিই অবসর নিয়ে নেননি করিনা। তিনি অবসর নিয়ে নিলে বোধহয় তাঁর একাধিক দুর্দান্ত অভিনয় থেকে বঞ্চিতই থেকে যেত তাঁর অনুরাগীরা। এরপরেও একের পর এক সিনেমা করে গিয়েছেন করিনা। কোনও সিনেমা বক্সঅফিসে ভাল ব্যবসা করেছেন আবার কোনও সিনেমা বক্সঅফিসে একেবারেই চলনি। তবে বেশিরভাগ জায়গাতেই প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। করিনা কপূরের অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে 'জব উই মেট', 'চামেলি', 'ওমকারা', 'ফিদা', 'টশন' ও অন্যান্য একাধিক সিনেমা।


সদ্য করিশ্মা কপূর একটি টক শো-তে এসে গল্প করে বলেছিলেন, সইফের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা কীভাবে বাড়িতে জানিয়েছিলেন করিনা? করিনা কপূর ও সেফ আলি খান একসঙ্গে প্রথম কাজ করেছিলেন 'টসন' ছবিতে। সেই ছবি থেকেই তাঁদের প্রেমের শুরু। করিশ্মা বলছেন, 'আমি তখন লন্ডনের রাস্তা দিয়ে হাঁটছিলাম। করিনা আমায় ফোন করে। করে প্রশ্ন করে, আমি কোথায় রয়েছি। আমি বললাম, রাস্তায় হাঁটছি। তখন বেবো (করিনা কপূর) আমায় বললে, আমার মনে হয় তোমার কোথাও একটু বসে আমার কথা শোনা উচিত। আমি অবাক হয়ে যাই। করিনা এমন কী কথা বলবে যা আমায় বসে শুনতে হবে? কিন্তু করিনার জোড়াজুড়িতে আমি একটা দোকানে ঢুকি, একটা সোফায় বসি। বসে আমি করিনাকে বলি, বলো এবার কী বলছো? করিনা তখন বলে, আমার মনে হয় আমি প্রেমে পড়েছি। সেফের সঙ্গে আমি প্রেম করছি। ডেটেও যাচ্ছি।' এই কথা শুনে সোফাটাই চেপে ধরেন করিশ্মা। সেফ করিশ্মার সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন। তাঁরা একে অপরকে খুব ভালভাবে চেনেন ও। কিন্তু করিনা যে সেফের সঙ্গে প্রেম করছে, তা তাঁর কল্পনারও অতীত ছিল। সেই কারণেই চমকে উঠেছিলেন করিশ্মা।


আরও পড়ুন: Salman Khan: 'সেলিম খানের মন্তব্যে আমরা আহত', সলমনের কুশপুতুল দাহ করে জানাল বিষ্ণোই সম্প্রদায়


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।