মুম্বই : সম্প্রতি দ্বিতীয়বার মা হয়েছেন বলিউডের বেবো, করিনা কপূর খান। দ্বিতীয় ছেলের নাম রেখেছেন জেহ। কিন্তু ছোট ভাই হওয়ার পরও প্রচারের আলো সরে যায়নি নায়িকার প্রথম সন্তান তৈমুর আলি খানের উপর থেকে। জন্ম থেকেই সেলিব্রিটি সে। তৈমুর কোথায় যাচ্ছে, কী খাচ্ছে, কী পরছে, সবকিছুর উপর আগ্রহ নেটিজেনদের। আর নেটিজেনদের আগ্রহ মেটাতে নায়িকা নিজেই তাঁর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন তৈমুরের বিভিন্ন ছবি। সম্প্রতি করিনা কপূর খান ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর বড় ছেলের খাবারের ছবি শেয়ার করেছেন। সেই ছবি থেকেই বোঝা যাচ্ছে নিজের মতোই সন্তানদেরও স্বাস্থ্যের দিকে নজর রাখেন তিনি।


নিজে বরাবরই ফিটফাট থাকতে পছন্দ করেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা করিনা কপূর খান। দু-বার মা হলেন। কিন্তু তিনি এতটাই শরীর সচেতন যে, পোস্ট প্রেগনেন্সি ফ্যাট ঝরিয়ে একেবারেই তন্বী হয়ে গিয়েছেন আগের মতো। তাঁকে দেখে বোঝার উপায় নেই যে মাত্র কয়েক মাস আগেই তিনি মা হয়েছেন। তাই তিনি তাঁর সন্তানদের খাবারের থালাতেও যে পুষ্টি ভরে সাজিয়ে দেবেন তা বলাই বাহুল্য।


সম্প্রতি 'গুড নিউজ' নায়িকা করিনা কপূর খান ইনস্টাগ্রাম স্টোরিতে বড় ছেলে তৈমুরের ব্রেকফাস্টের ছবি শেয়ার করেছেন। তবে শুধু ছবি শেয়ার করেই থেমে থাকেননি। উল্লেখ করে দিয়েছেন যে, তাঁর ছেলের খাবার থালা সবসময় পুষ্টিতে ভরপুর থাকে। কী রয়েছে সেই প্লেটে? ছবিতে দেখা যাচ্ছে, তৈমুরের খাবারের প্লেটে রয়েছে বিভিন্ন ফলের টুকরো। কেবল ফল নয়, নায়িকা তাঁর সন্তানদের সবজি যেমন ক্যাপসিকাম, টম্যাটো প্রভৃতি খাওয়াতে পছন্দ করেন। পাশাপাশি, বলিউডের বেবো তাঁর সন্তানদের স্বাস্থ্যকর খাবারের সঙ্গে স্বাস্থ্যকরভাবে বড় হয়ে ওঠারও শিক্ষা দেন।


প্রসঙ্গত, দ্বিতীয় সন্তান হওয়ার সময়ও আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডা ছবির শ্যুটিং করেছিলেন নায়িকা। শোনা যাচ্ছে চলতি বছরই সেই ছবি মুক্তি পাবে। লাদাখে শ্যুটিং হয়েছে এই ছবির বেশ কিছু অংশ।