লন্ডনের রাস্তায় এই ভিডিওটা শ্যুট করেছেন সেফ করিনার এক ভক্ত। তৈমুরকে কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছেন বাবা সেফ, পাশে মা করিনা।
লন্ডনে নিজের পরিবারের সঙ্গেও দেখা করেন করিনা। সঙ্গে ছিলেন তাঁর দিদি করিশ্মাও। করিশমার দুই ছেলে সামাইরা ও কিয়ান কপূরের সঙ্গে মায়ের কোলে রয়েছে ছোট্ট তৈমুর। নিজের প্রোফাইলে এই ছবিটি শেয়ার করে করিশ্মা লেখেন- ‘লাভ’।
আরও একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন করিশ্মা। কিয়ান আর তৈমুর হাত ধরে হাঁটছে তাতে।
কপূর পরিবারের সঙ্গে আরও ছবি শেয়ার করেছেন করিশ্মা।
আগামী দিনে অক্ষয় কুমারের বিপরীতে করিনাকে দেখা যাবে ‘গুড নিউজ’ ছবিতে। এছাড়াও কর্ণ জোহরের ‘তক্ত’ ছবিতে দেখা যাবে তাঁকে।