ম্যাঞ্চেস্টার: বৃষ্টির আশঙ্কা থাকা সত্ত্বেও তার মোকাবিলায় কোনও প্রস্তুতি না নেওয়া নিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডকে (ইসিবি) কাঠগড়ায় তুললেন সুনীল গাওস্কর। তাঁর দাবি, রবিবার যদি আউটফিল্ড ভিজে থাকার জন্য ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল করতে হয়, তাহলে ইসিবি-কে শাস্তি দেওয়া উচিত আইসিসি-র।


এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত বৃষ্টির জন্য তিনটি ম্যাচ বাতিল হয়েছে। বৃহস্পতিবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচও ভেস্তে যায়। এ বিষয়ে গাওস্কর বলেছেন, ‘ম্যাচ বাতিল হওয়ার জন্য ইসিবি-ই দায়ী। এখানে ম্যাচ পরিচালনা করে ইসিবি। ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবও ইসিবি-র আওতায়। তাই এটা ইসিবি-র দায়িত্ব। আমি মনে করি, ইসিবি-কে আইসিসি-র বলে দেওয়া উচিত, গাফিলতির জন্যই খেলা হয়নি। রবিবারের ম্যাচ না হলে ইসিবি-কে ৭,৫০,০০০ মার্কিন ডলার দেওয়া উচিত নয় আইসিসি-র। আশা করি যারা ভারতকে প্রাপ্য অর্থ না দেওয়ার কথা বলছে, তারা এটা দেখে উদাহরণস্বরূপ দেখিয়ে দেবে, যেটা একজনের জন্য ভাল, সেটা সবার জন্যই ভাল।’

আউটফিল্ড ঢেকে না রাখা নিয়ে ইসিবি-র সমালোচনা করে গাওস্কর বলেছেন, ‘গোটা মাঠ ঢেকে না রাখা মেনে নেওয়া যায় না। ইংল্যান্ডের পরিবেশে মাঠ ঢেকে রাখার জন্য অতিরিক্ত ব্যবস্থা রাখা উচিত। ওয়েস্ট ইন্ডিজে বা ভারতের যে অংশগুলিতে বেশি বৃষ্টি হয় না, সেখানে গোটা মাঠ ঢেকে না রাখার বিষয়টি বোঝা যায়। যদিও কলকাতা, শ্রীলঙ্কায় গোটা মাঠ ঢাকার ব্যবস্থা করা হয়েছে। তাহলে ইংল্যান্ডে কেন হবে না? ক্রিকেটের বিষয়ে অন্য দেশগুলিকে প্রায়ই নানা পরামর্শ দেয় ইংল্যান্ড। অথচ ইংল্যান্ডে প্রায়ই বৃষ্টি হওয়া সত্ত্বেও মাঠ ঢাকার ব্যবস্থা নেই। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শক আসা সত্ত্বেও খেলা হচ্ছে না, এটা মানা যায় না।’