করিনা কপূরের এই বোল্ড লুক নজর কাড়ল সোশ্যাল মিডিয়ায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 May 2018 08:20 PM (IST)
1
ছবি-ইন্সটাগ্রাম
2
এই সিনেমায় তাঁর লুক যে অনুরাগীদের হৃদয়ে তুফান তুলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
3
এই গানের ভিডিওর ছবিই ইন্সটাগ্রামে ছড়িয়ে পড়েছে।
4
সম্প্রতি সিনেমার গান তারিফে রিলিজ হয়েছে। ওই গানের ভিডিওতে উচ্ছ্বল-লাস্যময়ী লেগেছে করিনাকে।
5
এই সিনেমায় করিনাকে যথেষ্ট হট লুকে দেখা গিয়েছে।
6
ভীরে দি ওয়েডিং সিনেমার মাধ্যমে সিনেমায় কামব্যাক করছেন করিনা।
7
ছেলে তৈমুরকে নিয়ে কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছেন বলিউড অভিনেত্রী করিনা কপূর। এবার কিন্তু জল্পনার কেন্দ্রে তাঁর লুক।