মুম্বই : আজ আরও একটা ২৬ জুলাই। সেই ১৯৯৯ থেকে এই দিনটা কার্গিল বিজয় দিবস হিসেবে পালিত হচ্ছে। ভারতবাসীর জন্য অত্যন্ত গর্বের দিন এই কার্গিল বিজয় দিবস। ১৯৯৯ সালে প্রায় তিন মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ভারতীয় সেনাবাহিনী পিছু হটায় কাশ্মীর সীমান্তে ঢুকে পড়া পাক অনুপ্রবেশকারী সেনাদের। আর ২৬ জুলাইকেই মনে রাখা হয় কার্গিল বিজয় দিবস হিসেবে। ৫২৭ জন ভারতীয় জওয়ান শহিদ হন কার্গিলের যুদ্ধে। অপরদিকে পাকিস্তানের প্রায় ৩০০০ সেনা মারা যায়। কার্গিল যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে বলিউডেও সাম্প্রতিককালে তৈরি হয়েছে বেশ কিছু সিনেমা। আজ ঐতিহাসিক গর্বের দিনে এক ঝলকে দেখে নিন বলিউডে কোন কোন ছবি তৈরি হয়েছে অপরেশন বিজয় বা কার্গিল যুদ্ধ নিয়ে।


১) এলওসি : কার্গিল - প্রথমেই আসি এলওসি কার্গিল বা লাইন অফ কন্ট্রোল কিংবা নিয়ন্ত্রণ রেখার কথায়। বলিউডের অত্যতম বেশি দৈর্ঘ্য়র ছবি এই এলওসি কার্গিল। প্রায় ২৫৫ মিনিটের ছবি এটা। মাল্টিস্টারার এই ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, সুনীল শেট্টি, অজয় দেবগন, সইফ আলি খান, রাজ বব্বর, অক্ষয় খান্না, মনোজ বাজপেয়ী, আশুতোষ রানা এবং অবতার গিলের মতো তারকারা। বর্ডার ছবি তৈরির পর পরিচালক জেপি দত্তের এটা ছিল অন্যতম বিগ বাজেটের ছবি। ছবির চিত্রনাট্য লিখেছিলেন জাভেদ আখতার এবং সুর দিয়েছিলেন অনু মালিক।


২) লক্ষ্য - ফারহান আখতার পরিচালনা করেছিলেন লক্ষ্য ছবিটি। প্রযোজনা করেছিলেন রীতেশ সিধওয়ানি। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন হৃত্বিক রোশন। কার্গিলের যুদ্ধে মাত্র ১৯ বছর বয়সে শহিদ হন যোগেন্দর সিং যাদব। তাঁকে পরমবীর চক্র সম্মানে ভূষিত করা হয়। তাঁর উপরেই মূলত তৈরি হয়েছিল ছবিটি।


৩) ট্যাঙ্গো চার্লি - এই ছবিতে অভিনয় করেছিলেন অজয় দেবগন এবং ববি দেওয়লের মতো তারকারা। অজয় দেবগন এবং ববি দেওয়লের কোড নাম ছিল যথাক্রমে মাইক আলফা এবং ট্যাঙ্গো চার্লি। এই ছবিতে কার্গিল যুদ্ধ ছাড়াও আরও অনেক কিছু দেখানো হয়েছিল।


৪) মৌসম - এবার আসি মৌসম ছবির প্রসঙ্গে। মৌসম ছবিটি পরিচালনা করেছিলেন পঙ্কজ কাপুর। শাহিদ কাপুর এই ছবিতে অভিনয় করেছিলেন হরিন্দার সিং অথবা হ্যারির ভূমিকায়। এই ছবিতে প্রেমের পাশাপাশি কার্গিল যুদ্ধও দেখানো হয়েছিল। শাহিদ কাপুরের অভিনয়ও প্রশংসা পেয়েছিল। ছবির গানও ছিল অনবদ্য।


৫) শেরশাহ (আসছে) - কার্গিলের যুদ্ধে প্রয়াত শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে নিয়ে মূলত এই ছবি। আগামী ১২ অগাস্ট ওটিটি-তে এই ছবি রিলিজ করবে। বিগ বাজেটের এই ছবিতে ডাবল রোলে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা। কাহিনি লিখেছেন সন্দীপ শ্রীবাস্তব। এই ছবিতে রয়েছেন কিয়ারা আডবাণিও। আর ছবিটি প্রযোজনা করছেন করন জোহর।